পাঁকে নয়! ছাদ বাগানে ফুটেছে পদ্ম! কীভাবে সম্ভব? তাক লাগালেন শিক্ষিকা

জলপাইগুড়ি:  পাঁকে নয়, ছাদ পুকুরে ফুটেছে পদ্ম!  অবাক হচ্ছেন? ভাবছেন বাড়ির ছাদে (Rooftop) আবার পুকুর? কীভাবে সম্ভব? আসলে চেষ্টা আর ইচ্ছা থাকলে সবই সম্ভব। বাড়ির…

Rooftop Lotus Gardening

জলপাইগুড়ি:  পাঁকে নয়, ছাদ পুকুরে ফুটেছে পদ্ম!  অবাক হচ্ছেন? ভাবছেন বাড়ির ছাদে (Rooftop) আবার পুকুর? কীভাবে সম্ভব? আসলে চেষ্টা আর ইচ্ছা থাকলে সবই সম্ভব। বাড়ির ছাদে পুকুর বানানো না গেলেও পদ্ম চাষ সম্ভব। যেটা করে দেখিয়েছেন জলপাইগুড়ির এক দম্পতি। ছাদের মধ্যে গামলায় পদ্ম চাষ করেছেন…

শহরাঞ্চলে কমছে পুকুরের সংখ্যা। হাতে গোনা কিছু জলাশয় থাকলেও তাও নষ্ট হতে বসেছে। অগত্যা সাধের পদ্মফুল (Lotus) নিজের ছাদ বাগানে ফুটিয়েছেন প্রভা সরকার। জলের উপর ভেসে থাকা গোল গোল পাতা, পদ্মফুল, কুঁড়ি… একটু হাওয়া পেলেই যে যার মত দুলে উঠছে …

জলপাইগুড়ি শহরের আনন্দপাড়ায় এই বাড়ির ছাদে উঠলেই এখন এই ছবি। যা দেখে চোখ-মন দুই জুড়িয়ে যাবে। ছাদের মধ্যে ১০ ইঞ্চির গামলায় ছোট ছোট পুকুর বানিয়ে পদ্ম চাষ (Gardening) করেছেন প্রভা সরকার। নিজের হাতে সাজানো বাগানে ফুটে রয়েছে পদ্ম৷

Rooftop-Lotus-Gardening
ছাদে পদ্ম চাষ

জলপাইগুড়ি কদমতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শরীর শিক্ষা বিভাগের শিক্ষিকা প্রভা সরকার। পেশা শিক্ষকতা হলেও সখ বাগান করার। বাড়ির ছাদেই নানা ধরনের ফুলের গাছ এতদিন লাগিয়েছেন। সখ ছিল পদ্ম চাষের। অবশেষে যা পূরণ হল। তবে এই পদ্ধতিতে পদ্ম চাষ করায় কিন্তু লাভ হয়েছে আরেকদিকেও।

এবছর জলপাইগুড়ি শহরে যে হারে গরম পড়েছে তাতে নাজেহাল অবস্থা জলপাইগুড়িবাসীর। ছাদ থেকে গরমের হলকা গোটা ঘরে ছড়িয়ে পড়ছে। দম্পতির দাবি, ছাদে তাঁদের জল পদ্ম চাষ গরম ঘরের ভেতরকে ঠাণ্ডা রাখছে।

বড় বড় পুকুরে পাঁকে ফোটে পদ্ম। তবে বর্তমানে পদ্মফুল ফোটাতে গেলে আর পাঁকের প্রয়োজন হয় না। রোদ, জল এবং পরিচর্যা সঠিক হলে সামান্য গামলা কিংবা কাপেতেই সম্ভব। যেমনটা করেছেন প্রভা সরকার, আর এই কাজে তাকে সাহায্য করেছেন তাঁর স্বামী।

ঐকান্তিক প্রচেষ্টায় বাড়ির ছাদেই চাষ করেছেন জল পদ্ম। বিশাল বড় বড় জলভর্তি গামলায় সুন্দর ফুটে রয়েছে সাদা রঙের ফুল। দেখলে বোঝাই দায় যে এ পদ্ম পুকুরের নয়, ছাদপুকুরের। প্রতিবেশীর ছাদ বাগানে পদ্ম ফুটেছে, এই কথা ছড়িয়ে পড়তেই, আশেপাশের বহু মানুষের আনাগোনা শুরু হয়েছে সরকার বাড়িতে।

 

Environment: Discover how a couple in Jalpaiguri grew lotus in a rooftop pond, beating the heat and creating a beautiful Rooftop Lotus Gardening.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *