পুরুলিয়ার মকুটে নতুন পালক, প্রথম কৃষি কলেজ পাচ্ছে জেলা, হল ভিত্তিপ্রস্তর স্থাপন

কলকাতা: যে কোনও দেশের আর্থিক বিকাশের অন্যতম মাপকাঠি হল কৃষি৷ কৃষি বাদে দেশের উন্নতি সম্ভব হয়৷ এবার বাংলার কৃষি-শিক্ষার মানচিত্রে জুড়তে চলেছে নতুন পালক৷ নতুন শিক্ষা…

কলকাতা: যে কোনও দেশের আর্থিক বিকাশের অন্যতম মাপকাঠি হল কৃষি৷ কৃষি বাদে দেশের উন্নতি সম্ভব হয়৷ এবার বাংলার কৃষি-শিক্ষার মানচিত্রে জুড়তে চলেছে নতুন পালক৷ নতুন শিক্ষা প্রতিষ্ঠান পাচ্ছে বাংলা।

 

বুধবার  রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের তরফে পুরুলিয়ায় কৃষি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়৷ পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ঠিক উল্টো দিকে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ এগ্রিকালচার কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুড়ের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ ও ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের ডিরেক্টর জেনারেল তথা দেশের কৃষি-শিক্ষা ও গবেষণা দফতরের সচিব হিমাংশু পাঠক প্রমুখ। পুরুলিয়ায় কৃষি কলেজ হওয়ায় খুশি ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের ডিরেক্টর জেনারেল। তিনি বলেন, “এটি একটি বিশেষ দিন। রামকৃষ্ণ মিশন গোটা পৃথিবী জুড়ে সেবার আদর্শে পরিচিত। সেই প্রতিষ্ঠানের তত্ত্বাবধানেই এই রাজ্যে একটি কৃষি কলেজ গড়ে উঠতে চলেছে৷  আমি আনন্দিত।”