আজ বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশের জন্য কতটা সচেতন সমাজ? #GenerationRestoration

৫ জুন… বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশকে সুন্দর রাখার দায়িত্ব নিয়েই এই দিনটির সূচনা। প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে তোলা, তাকে লালন করার অঙ্গীকার নিয়ে দিনটি পালিত…

environment day

৫ জুন… বিশ্ব পরিবেশ দিবস।

পরিবেশকে সুন্দর রাখার দায়িত্ব নিয়েই এই দিনটির সূচনা। প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে তোলা, তাকে লালন করার অঙ্গীকার নিয়ে দিনটি পালিত হয়ে আসছে বছরের পর বছর। উদ্দেশ্য একটাই, পরিবেশ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। কীভাবে শুরু হয়েছিল এই উদ্যোগ? আসুন জেনে নিই দিনটির ইতিহাস সম্পর্কে।

#GenerationRestoration

১৯৭২ সালের ৫ জুন, সুইডেনের মানব পরিবেশের উপর জাতিসংঘের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। দিনটিকে স্মরণীয় করে তোলার জন্য ১৯৭৩ সাল থেকে প্রতি বছর ৫ জুন পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস হিসেবে। প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবসে আলাদা আলাদা থিম থাকে। ‘Our land. Our future. We are #GenerationRestoration’. অর্থাৎ, দায়িত্ব নিতে হবে নতুন প্রজন্মকে, পরিবেশকে সুন্দর করে তোলার দায়িত্ব, এ পৃথিবীকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য করে তোলার দায়িত্ব। ভূমি ক্ষয়, পুনরদ্ধার এবং ক্ষরা প্রতিরোধ- এবারের আলোচ্য বিষয়। বর্তমানে যা পৃথিবীর জ্বলন্ত সমস্যা।

পৃথিবীকে রক্ষা করার অঙ্গিকার

প্রতিবছর পৃথিবীর ৪০ শতাংশ ভূমি ক্ষয় হচ্ছে, যা সরাসরি বিশ্বের অর্ধেক জনসংখ্যাকে প্রভাবিত করছে। তথ্য বলছে, ২০০০ সাল থেকে এই পৃথিবীতে খরা প্রবণ জমির এলাকা বেড়েছে ২৯ শতাংশ। আগামী ক্যেক বছরে যা আরও বেশি বেড়ে যেতে পারে। এই খরা প্রবণ এলাকাগুলিকে পুনরায় সবুজ করে তোলার অঙ্গিকার নেওয়া হবে এবারের বিশ্ব পরিবেশ দিবসে। বিশ্ব পরিবেশ দিবস পালন করতে আপনিও গাছ লাগাতে পারেন। পৃথিবীকে রক্ষা করার এটাই একমাত্র এবং সবথেকে সহজ উপায়।

বাড়তে থাকা দূষণ

এ বছর ভোটের মরশুমে আলোচনা কম পরিবেশ দিবস নিয়ে। যদিও, ভোট এলে গেলেও ভাবনার বদল খুব একটা হয়না। ক্ষমতার মুখ কখনও বদলায়, কখনও একই থাকে। কিন্তু পরিবেশ নিয়ে ঔদাসিন্যের ছবিটা খুব কিছু বদলায় না। বাড়তে থাকে দূষণ, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে বিশ্ব উষ্ণায়ন। আর এসবের মাঝে ক্যালেন্ডারের পাতা ঘুরে ফিরে ফিরে আসে একটা দিন। ৫ জুন। বিশ্ব পরিবেশ দিবস… সারা দুনিয়ার সমস্ত মানুষকে পরিবেশ নিয়ে সচেতন করতে একটা আস্ত দিন। যে দিনটি ঘটা করে বছর বছর পালন হচ্ছে। ফেসবুক জুড়ে চলছে প্রচার… কিন্তু গাছ, পরিবেশ নিয়ে সচেতনতা? সেটা বাড়ছে কি?

 

Environment: Learn about World Environment Day 2024, its history, and this year’s theme. Discover how you can make a difference and contribute to a sustainable future.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *