আর্থিক সংকটে ZEEL! পদত্যাগ ‘মালিক’ সুভাষচন্দ্রের

নয়াদিল্লি: আশঙ্কা আগেই ছিল৷ এবার সেই আশঙ্কা সত্যি করে এবার জি-এন্টারটেনমেন্ট মালিকা পদ থেকে পদত্যাগ করলেন সুভাষচন্দ্র গোয়েন্দা৷ সংস্থার তরফে ভারতীয় শেয়ার সংস্থা বিএসইকে চিঠি পাঠিয়ে সুভাষ চন্দ্র আর সংস্থার সঙ্গে যুক্ত নয় বলে জানানো হয়েছে৷ আর্থিক সংকটের কোপে এবার দেশের মিডিয়া হাউসগুলি৷ আর্থিক মন্দার জেরে এবার অংশীদারিত্ব বিক্রি করার সিদ্ধান্ত আগেই নিয়েছিল ভারতের জনপ্রিয়

আর্থিক সংকটে ZEEL! পদত্যাগ ‘মালিক’ সুভাষচন্দ্রের

নয়াদিল্লি: আশঙ্কা আগেই ছিল৷ এবার সেই আশঙ্কা সত্যি করে এবার জি-এন্টারটেনমেন্ট মালিকা পদ থেকে পদত্যাগ করলেন সুভাষচন্দ্র গোয়েন্দা৷ সংস্থার তরফে ভারতীয় শেয়ার সংস্থা বিএসইকে চিঠি পাঠিয়ে সুভাষ চন্দ্র আর সংস্থার সঙ্গে যুক্ত নয় বলে জানানো হয়েছে৷

আর্থিক সংকটের কোপে এবার দেশের মিডিয়া হাউসগুলি৷ আর্থিক মন্দার জেরে এবার অংশীদারিত্ব বিক্রি করার সিদ্ধান্ত আগেই নিয়েছিল ভারতের জনপ্রিয় স্যাটেলাইট মিডিয়া গোষ্ঠী জি-এন্টারটেনমেন্ট৷ গত সপ্তাহে সুভাষচন্দ্র গোয়ঙ্কার নেতৃত্বাধীন এসেল গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, গ্রুপের কিছু ঋণদাতাদের লোণ পরিশোধের জন্য আর্থিক বিনিয়োগকারীদের কাছে জি-এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজের ১৬.৫ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সংস্থা৷ এক্ষেত্রে মাত্র ৫ শতাংশ অংশীদারিত্ব হাতে থাকবে এক্সেল গ্রুপের৷ যার ফলে জি-এর ওপর তাদের আর কোনও নিয়ন্ত্রণ থাকবে না৷

এই ঘোষণার পর গত বৃহস্পতিবার জি-এন্টারটেইনমেন্টের শেয়ারের দাম ১৫ শতাংশ বেড়েছে৷ জি, ভারতীয় টেলিভিশনে বিনোদন শিল্পের পথিকৃৎ হিসাবে বিবেচিত হয়, ১৯৯৯ সালে সুভাষ চন্দ্র গোয়েঙ্কা এই সংস্থা চালু করেছিলেন৷ সেই বছর থেকে এই সংস্থাটি প্যাকেজিং, অবকাঠামো, শিক্ষা, মূল্যবান ধাতু, অর্থ ও প্রযুক্তি খাতে বৃদ্ধি ঘটিয়েছে৷

আর্থিক সংকটে ZEEL! পদত্যাগ ‘মালিক’ সুভাষচন্দ্রের

তবে এবছর গত ২৫ জানুয়ারি এসএল গোষ্ঠীর প্রবল আর্থিক সংকটের কথা এক খোলা চিঠিতে ঘোষণা করেন সংস্থার কর্ণধার সুভাষচন্দ্র গোয়েন্দা৷ এরপর নিজে হাতে সংস্থার গড়ে সাফল্যের শীর্ষ হঠলেও হঠাৎ আর্থিক কারণে পদত্যাগ করলেন জি মিডিয়া প্রতিষ্ঠাতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *