Zaheer Khan: ভিনধর্মে বিয়ে! জাহির খানের হাতে কন্যাকে তুলে দেওয়া নিয়ে কী বলেছিলেন বাবা-মা?

Zaheer Khan son আইপিএল নিয়ে যখন গোটা দেশে উত্তেজনার পারদ তুঙ্গে, তখনই জাহির-সাগরিকার ঘর আলো করে আগমন ঘটল পুত্র সন্তানের। বিয়ের প্রায় ৮ বছরের মাথায়…

zaheer khan son

Zaheer Khan son

আইপিএল নিয়ে যখন গোটা দেশে উত্তেজনার পারদ তুঙ্গে, তখনই জাহির-সাগরিকার ঘর আলো করে আগমন ঘটল পুত্র সন্তানের। বিয়ের প্রায় ৮ বছরের মাথায় অভিভাবকত্বের স্বাদ পেয়ে উৎফুল্ল ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার জাহির খান (Zaheer Khan)। কবে নাগাদ পুত্রের জন্ম হয়েছে সেই বিষয়ে খোলসা করে কিছু না বললেও, সম্প্রতি সমাজমাধ্যমে জাহির পত্নী সাগরিকা এই খুশির খবর ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সাথে।

Zaheer Khan

সোশ্যাল মিডিয়ায় সাগরিকা জানান, তাঁরা তাঁদের পুত্র সন্তানের নাম রেখেছেন ফতেহ্‌সিন, অর্থাৎ জয়ী সিংহ। পুত্র সন্তানের ছবি পোস্ট করে সাগরিকা লেখেন, “আমাদের পুত্র সন্তান ফতেহ্‌সিন খান ভালবাসা, কৃতজ্ঞতা ও ঈশ্বরের আশীর্বাদ সাথে নিয়ে পৃথিবীর আলো দেখেছে।”

Zaheer Khan-Sagarika সাগরিকার প্রেম কাহিনী

‘চক দে ইন্ডিয়া’ ছবিতে ‘প্রীতি সভরওয়াল’-এর চরিত্রে অভিনয় করে রাতারাতি লাইম লাইটে চলে আসেন সাগরিকা ঘাটগে। রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফেও হকি মাঠে সাগরিকা দাপট ছিল দেখার মতো। ভারতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় জাহির খানের সাথে সাগরিকার প্রেম কাহিনীও কিন্তু কম রোমাঞ্চকর ছিলনা। জন্মসূত্রে সাগরিকা ছিলেন হিন্দু পরিবারের কন্যা। ভিন ধর্মের জহিরের সাথে সাগরিকার প্রেম পর্ব নিয়ে সেই সময়ে ঝড় ওঠে বিভিন্ন পত্রপত্রিকা-ম্যাগাজিনে। ৩ বছরের প্রেম পর্বের শেষে ২০১৭ সালের নভেম্বর মাসে চারহাত এক হয় জাহির ও সাগরিকার।

Zaheer Khan vinterfaith marriage সাগরিকার বাবা-মা

জন্মসূত্রে হিন্দু মারাঠি পরিবারের কন্যা সাগরিকার ভিন ধর্মে বিয়ের সিদ্ধান্ত আদৌ কি মেনে নিতে পেরেছিলেন সাগরিকার বাবা-মা? এই বিষয়ে একবার একটি সাক্ষাৎকারে সাগরিকা জানান, “আমার মা-বাবা অত্যন্ত প্রগতিশীল। আমার ও জাহিরের সম্পর্কের ব্যাপারে জানার পর বাবা মেসেজ করেন জাহিরের কোচ অংশুমান গায়কোয়াড়কে।”

এরই সাথে সাগরিকা বলেন, “আর পাঁচটা বাবা-মার মতোই আমার বাবা-মাও চেয়েছিলেন মেয়ে সুখী হোক। জাহিরের ব্যাকগ্রাউন্ড পরীক্ষা করার জন্য খোঁজ-খবর নিয়েছিলেন ঠিকই। তবে আমার ভিন ধর্মের বিবাহে আপত্তি ছিল না তাঁদের।”

ভিন ধর্মে বিবাহ

ভিন ধর্মে বিবাহ প্রসঙ্গে বলতে গিয়ে জাহির পত্নী আরও বলেন, “আমাদের সম্পর্ক নিয়ে চারপাশে অনেক গুঞ্জন শুনতে পেতাম। তবে আমার বাবা-মা সেসবে কান দেননি। আমি চেয়েছিলাম এমন একজন সঠিক মানুষ যার সাথে জীবনের সবটুকু ভাগ করে নেওয়া যায়। আমরা দুজনেই দিনের শেষে স্বতন্ত্র, আমাদের সম্পর্কের সবথেকে সুন্দর বিষয় এটাই।”

আরও খবর পড়ুন-

Mahindra Thar XUV: নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে Mahindra XUV700 ও Thar

\চাকরি বাতিল মামলায় সুপ্রিম স্বস্তি রাজ্যের, ৩১ ডিসেম্বর পর্যন্ত বড় নির্দশ

WBJEE 2025: অ্যাডমিট কার্ড প্রকাশ আজ, জানুন কীভাবে ডাউনলোড করবেন

JEE Main result: রেজাল্ট লাইভ! স্কোর দেখবেন যেভাবে

টার্ম ইনসিওরেন্সে ডিসঅ্যাবিলিটি রাইডার: শুধুই মৃত্যু বীমা নয়, এখন আরও বিস্তৃত আর্থিক সুরক্ষা