নুসরতের রাজকীয় রিসেপশনে খাদ্য তালিকা দেখলে চমকে উঠবেন

কলকাতা: তুরস্কে রাজকীয় বিয়ের পর্ব মিটিয়ে শহরে ফিরেছেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত৷ ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে ১৯ জুন তুরস্কের বোদরুম শহরে গাঁটছড়া বাঁধেছেন নুসরত৷ এবার রিসেপশনের পালা৷ আগামী ৪ জুলাই কলকাতার নামী হোটেলে রাজকীয় রিসেপশন পার্টির আয়োজন করেছেন নবদম্পতি৷ সেখানে বসতে চলেছে চাঁদের হাট৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে টলিউডের প্রায় সকল অভিনেতা-অভিনেত্রীরা তাঁর আমন্ত্রিত৷

নুসরতের রাজকীয় রিসেপশনে খাদ্য তালিকা দেখলে চমকে উঠবেন

কলকাতা: তুরস্কে রাজকীয় বিয়ের পর্ব মিটিয়ে শহরে ফিরেছেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত৷ ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে ১৯ জুন তুরস্কের বোদরুম শহরে গাঁটছড়া বাঁধেছেন নুসরত৷ এবার রিসেপশনের পালা৷ আগামী ৪ জুলাই কলকাতার নামী হোটেলে রাজকীয় রিসেপশন পার্টির আয়োজন করেছেন নবদম্পতি৷ সেখানে বসতে চলেছে চাঁদের হাট৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে টলিউডের প্রায় সকল অভিনেতা-অভিনেত্রীরা তাঁর আমন্ত্রিত৷ অতিথির সংখ্যা এক হাজারের উপর৷ কিন্তু, জানেন কি, নুসরতের রিসেপশনে কী থাকছে মেনু?

জানা গিয়েছে, কলকাতার রিসেপশন পার্টিতে থাকছে চোখ ধাঁধানো আয়োজন৷ মাছ-ভাতের বাঙালিয়ানা থেকে মেক্সিকান পদ থাকছে নুসরতের রিসেপশনে৷ পাস্তার ইতালিয়ানা থেকে রাজস্থানি খানা থেকে দেশি-বিদেশি খাবারের লাইভ কাউন্টার খোলা হচ্ছে৷ জানা গিয়েছে, নুসরতের প্রিয় মাছ ইলিশ ও চিংড়ি৷ তাই রিসেপশনের মেনুতে এই দু’টি মাছ তালিকায় থাকছে৷ মাটন ও চিকেন দুই থাকবে৷ খাবারের জায়গায় যেমন রাজস্থানি খাবারের লাইভ কাউন্টার করা হবে, তেমনই ইতালিয়ান, মেক্সিকান এবং চাইনিজ খাবারের লাইভ কাউন্টার খোলার ব্যবস্থা করা হয়েছে৷ রিসেপশন পার্টিতে অভিনব থিম থাকছে৷ অতিথি আমন্ত্রণ থেকে শুরু করে খাবারের মেনু নিজে দেখভাল করছেন নুসরত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + fifteen =