মুম্বই: আজ ভিকি জন্মদিন৷ মাত্র চার বছর হয়েছে, বলিউডে পা রেখেছেন এই তারকা অভিনেতা৷ অভিনয় জগতে চার বছরেই ২০০ কোটির ক্লাবে পা রেখে ফেলেছেন ভিকি কৌশল৷ একনজরে ভিকির কেরিয়ার গ্রাফ৷
১৯৮৮ সালে এই দিনেই মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন ভিকি। ছোট থেকেই তার রোল, ক্যামেরা, অ্যাকশনের প্রতি টান ছিল নজর কাড়া। জীবনে প্রথম কাজ, পরিচালক অনুরাগ কাশ্যপকে সহযোগিতা করা ছবি পরিচালনায়। চার বছর কেরিয়ার জীবনে ক্রমেই উর্দ্ধমুখী ছিল তার পথ চলার গ্রাফ। মোট বারোটা ছবিতে এখনও পর্যন্ত অভিনয় করেন তিনি। প্রথম ছবিতে সেভাবে নজর না কাড়লেও তার পর থেকে বলিউডের অন্যতম এই তারকার ভক্তসংখ্যা ক্রমেই বেড়ে চলে।
চার বছর কেরিয়ার জীবনে ক্রমেই উর্দ্ধমুখী ছিল তার পথ চলার গ্রাফ। মোট বারোটা ছবিতে এখনও পর্যন্ত অভিনয় করেন তিনি। প্রথম ছবিতে সেভাবে নজর না কাড়লেও তার পর থেকে বলিউডের অন্যতম এই তারকার ভক্তসংখ্যা ক্রমেই বেড়ে চলে। দুটি ব্লক বাস্টার ছবির অধিকারী এই তারকা। রাজী, উড়ি ছবিতে তার অভিনয় নজর কেড়েছে সকলের। দুটি ব্লক বাস্টার ছবির অধিকারী এই তারকা। রাজী, উড়ি ছবিতে তার অভিনয় নজর কেড়েছে সকলের।
ব্লকবাস্টার ছবি উড়তে মুখ্যচরিত্রে অভিনয় করেন ভিকি। এই ছবি ২০০ কোটি টাকার ক্লাবে জায়গা করে দিয়েছে এই অভিনেতাকে।
ব্লকবাস্টার ছবি উড়তে মুখ্যচরিত্রে অভিনয় করেন ভিকি। এই ছবি ২০০ কোটি টাকার ক্লাবে জায়গা করে দিয়েছে এই অভিনেতাকে। জন্মদিনে নিজের এই ছবিটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। অভিনেতার ৩১ তম জন্মদিনে সকাল থেকেই তারকাদের শুভেচ্ছায় ভরতে থাকে সোশ্যাল পেজ। জন্মদিনে নিজের এই ছবিটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। অভিনেতার ৩১ তম জন্মদিনে সকাল থেকেই তারকাদের শুভেচ্ছায় ভরতে থাকে সোশ্যাল পেজ।
সঞ্জু ছবিতে অসাধারণ পার্শ্বচরিত্রে অভিনয় করেন ভিকি। পাশাপাশি ওয়েব সিরিজেও অভিনয় করেন ভিকি, লাভ পার স্কোয়ার ফিট-এ কেন্দ্রিয় চরিত্রে ছিলেন তিনি। সঞ্জু ছবিতে অসাধারণ পার্শ্বচরিত্রে অভিনয় করেন ভিকি। পাশাপাশি ওয়েব সিরিজেও অভিনয় করেন ভিকি, লাভ পার স্কোয়ার ফিট-এ কেন্দ্রিয় চরিত্রে ছিলেন তিনি।