ইশানকে কোলে নিয়ে বেরলেন যশ, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরত

ইশানকে কোলে নিয়ে বেরলেন যশ, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরত

কলকাতা:  হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান৷ সোমবার বেলায় হাসপাতাল থেকে ছাড়া পান অভিনেত্রী৷ হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশে হাতও নাড়েন তিনি৷ তবে তাঁর কোলে ছিল না ছোট্ট ইশান৷ বরং নুসরতের ছেলেকে কোলে নিয়ে বেরোন ‘বন্ধু’ যশ৷ ‘বান্ধবী’ ও তাঁর সন্তানকে হাসপাতাল থেকে আনতে গিয়েছিলেন তিনি৷ গাড়ির চালকের আসনে বসার পর ছেলেকে নুসরতের কোলে দেন যশ৷ 

নুসরত

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে ছেলের জন্ম দেন নুসরত৷ বুধবার রাতে যশের হাতে ধরেই ভর্তি হয়েছিলেন হাসপাতালে৷ এমনকী সন্তান জন্মের সেই বিশেষ মুহূর্তেও তাঁর পাশে ছিলেন প্রিয় বন্ধু৷ ওই দিন একটি টুইট করে যশ লিখেছিলেন, ‘‘যাঁরা নুসরত ও তাঁ সন্তানকে নিয়ে উদ্বিগ্ন তাঁদের উদ্দেশে বলতে চাই মা ও সন্তান দু’জনেই ভালো আছেন৷’’ উল্লেখ্য, সি সেকসনে ডেলিভারি হয় নুসরতের৷ ছেলেও ওজন হয় ২.৯ কেজি৷ 

আরও পড়ুন- তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার, বাড়ি থেকে গ্রেফতার বলিউড অভিনেতা

বুধবার রাত থেকে নুসরতের পাশেই সর্বক্ষণ  ছিলেন যশ৷ হাসপাতাল সূত্রে খবর, মা ও সন্তান দু’জনেই ভালো আছেন৷ গতকালই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হত নুসরতকে৷ তবে সন্তানকে সামলাতে আরও কিছুক্ষণ সময় প্রয়োজন ছিল তাঁর৷ তিনি নিজেও গতকাল হাসপাতালে চিকিৎসকদের তত্বাবধানে থাকতে চেয়েছিলেন৷ তাই আজ হাসপাতাল থেকে ছুটি নেন তিনি৷ 

নুসরত

প্রসঙ্গত, রবিবার ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি পাশাপাশি কফি মাগের ছবি পোস্ট করেছিলেন নুসরত৷ একটি কাপ তাঁর, অন্যটি সম্ভবত ছিল যশের৷ এর আগেও ইনস্টায় এক ব্যকগ্রাউন্ড রেখে আলাদা আলাদা একাধিক ছবি পোস্ট করেছেন যশরত৷ যা দেখে নেটিজেনদের বুঝতে অসুবিধা হয়নি, তাঁরা একসঙ্গেই আছেন৷ কিন্তু এদিন আর লুকোছপা নয়৷ একেবারে বান্ধবীর ছেলেকে কোলে নিয়েই বেরলেন অভিনেতা৷ প্রসঙ্গত, বন্ধু যশের সঙ্গে নাম মিলিয়েই ছেলের নাম রেখেছেন ঈশান৷ যা ইংরেজি হরফে লিখলে শুরু হয় ‘Y’ দিয়ে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 14 =