দাদা রিয়াংশের কোলে ছোট্ট ঈশান! দিওয়ালিতে প্রকাশ্যে যশের দুই পুত্র

দাদা রিয়াংশের কোলে ছোট্ট ঈশান! দিওয়ালিতে প্রকাশ্যে যশের দুই পুত্র

কলকাতা: চূড়ান্ত রাকঢাকের পর ধীরে ধীরে নিজেদের ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনছেন যশ ও নুসরত৷ দীপাবলির সন্ধ্যায় ঘটল একেবারে ধামাকা৷ ইনস্টাগ্রামে ভাসল আলোর রশনাইয়ে৷ এই প্রথম যশরত পুত্র ঈশানের আবির্ভাব ঘটল নেট পাড়ায়৷ তবে এখানেই শেষ নয়৷ ভক্তদের জন্য অপেক্ষা করেছিল আরও সারপ্রাইজ৷ রাত বাড়তেই ঈশানের ফ্যান পেজে একসঙ্গে ফুটে উঠল দুই ভাইয়ের ছবি৷ দেখা গেল বড় ছেলে রিয়াংশের কোলে শুয়ে রয়েছে ছোট ছেলে ঈশান৷

আরও পড়ুন- ভাইরাল ‘আলু পোস্ত গার্ল’ এবার বৈশাখী, রিম্পির চটকে শোরগোল নেট পাড়ায়

যশ

এদিন রং মিলিয়েই সেজেছিলেন যশ ও নুসরত৷ শুধু যশরতই নন, তাঁদের দুই ছেলেকেও দেখা যায় একই রংয়ের পোশাকে৷  সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের বেগুনি সিল্কের শাড়িতে ছিল ঝিলমিল করা জরিবুটির কারুকাজ৷ যশের গায়ে ছিল বেগুনি রংয়ের পাঞ্জাবী আর সাদা পাজামা৷ একে অপরে নিমজ্জিত যশরত৷ প্রতিটি ফ্রেমে ধরা পড়েছে তাঁদের গভীর প্রেম৷ ছোট্ট ঈশানকে কোলে নিয়েও ছবি তুলেছেন নুসরত৷ ছেলের মুখের দিকে তাকিয়ে ‘নয়না’৷ এবার কটাক্ষ নয়৷ এই ছবি দেখার পর নুসরতকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷

নুসরতের সঙ্গে তোলা ছবিতে ঈশানের মুখ দেখা না গেলেও, দাদা রিয়াংশের কোলে ঘুমিয়ে থাকা ঈশানের মুখ স্পষ্ট৷ এদিন দুই ভাইও বেগুনি রংয়ের পাঞ্জাবিতে সেজেছিল৷ স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে একেবারে ভরা সংসার যশের৷ নুসরতের সঙ্গে সম্পর্কে জড়ানোর বহু আগেই মুম্বইয়ের বাসিন্দা, পেশায় সংবাদিক শ্বেতা সিংহ কালহানসের সঙ্গে বিয়ে হয়েছিল যশের। তবে নিজেকে কখনই লাইমলাইটে আনেননি শ্বেতা। তাঁদের একমাত্র পুত্র সন্তান রিয়াংশ। ডিভোর্সের পর রিয়াংশের যৌথ কাস্টডি রয়েছে যশ-শ্বেতার কাছে৷ তবে যশ ও তাঁর পরিবারের সঙ্গই থাকে রিয়াংশ৷ এতদিন ছেলেকে আড়ালেই রেখেছিলেন যশ৷ তবে আগলে রেখেছিলেন ছেলেকে৷ ছুটি পেলেই তিনি সময় কাটান রিয়াংশের সঙ্গে৷ বড় ছেলের সঙ্গে মিলিয়েই ছোট ছেলের নাম রেখেছেন যশ৷ ঈশানকে তিনি ডাকেন অংশ বলে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 1 =