ভোট দিলেন না কেন? অক্ষয় কুমারের জবাব দেখুন ভিডিয়োয়

মুম্বই: সোশ্যাল মিডিয়ায় নতুন প্রজন্মকে ভোট দেওয়ার আর্জি জানিয়ে হিরো হয়েছিলেন অক্ষয় কুমার৷ মোদির বাড়িতে গিয়ে গদগদ হয়ে অরাজনৈতিক সাক্ষাৎকারও নিয়েছিলেন৷ সেই সাক্ষাৎকার নিয়ে আজ তপ্ত বঙ্গ রাজনীতির ময়দান৷ কিন্তু, এক সাক্ষাৎকার ও একটি পোস্ট ঘিরে ভাটের বাজার গরম করা অক্ষয় নিয়েই অংশ নিলেন না গণতন্ত্রের উৎসবে৷ কেন ভোট দিলেন না? সাংবাদিকের প্রশ্নের উত্তরে চাঞ্চল্যকর

ভোট দিলেন না কেন? অক্ষয় কুমারের জবাব দেখুন ভিডিয়োয়

মুম্বই: সোশ্যাল মিডিয়ায় নতুন প্রজন্মকে ভোট দেওয়ার আর্জি জানিয়ে হিরো হয়েছিলেন অক্ষয় কুমার৷ মোদির বাড়িতে গিয়ে গদগদ হয়ে অরাজনৈতিক সাক্ষাৎকারও নিয়েছিলেন৷ সেই সাক্ষাৎকার নিয়ে আজ তপ্ত বঙ্গ রাজনীতির ময়দান৷ কিন্তু, এক সাক্ষাৎকার ও একটি পোস্ট ঘিরে ভাটের বাজার গরম করা অক্ষয় নিয়েই অংশ নিলেন না গণতন্ত্রের উৎসবে৷ কেন ভোট দিলেন না? সাংবাদিকের প্রশ্নের উত্তরে চাঞ্চল্যকর অভিব্যক্তি প্রকাশ করলেন এই অভিনেতা৷

মোদিই সুপ্রতিষ্ঠিত ব্যক্তিত্বদের মৌলিক অধিকার প্রয়োগের বিষয়টিকে একেবারে তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার জন্য আহ্বান করেছিলেন। সেইমতো সচেতনতার প্রচারে সামিল হয়েছিলেন বলি তারকা অক্ষয় কুমারও। আর সেই তিনিই কিনা সোমবার ভোট ‘বয়কট’ করলেন! মুম্বইয়ে যখন সপরিবারে ভোট দিলেন বিগ বি, সচিন তেন্ডুলকর, আমির, শাহরুখ, সলমনরা, তখন বুথমুখো হলেন না অক্ষয়। কারণ কী? প্রশ্ন করতেই চটলেন বলিউড খিলাড়ি। ‘ব্ল্যাঙ্ক’ ছবির স্পেশ্যাল স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন অক্ষয়। সেখানেই তাঁকে এই প্রশ্ন করেন জনৈক সাংবাদিক। প্রশ্ন শুনেই রেগে যান তারকা। জবাব তো দিলেনই না, উল্টে সাংবাদিককেই রাগ দেখালেন ‘কেশরী’র নায়ক। সাংবাদিককে বললেন, “চলুন, চলুন…।” দেখুন সেই ভিডিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + twenty =