Aajbikel

দু’চোখ ছল ছল, বিগ বি’র গাল বেয়ে গড়িয়ে পড়ল জল! কী বললেন জয়া?

 | 
অমিতাভ-জয়া

মুম্বই: ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটে চোখে জল বিগ বি-র৷ গাল বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুধারা৷ ক্যামেরার সামনেই কাঁদলেন তিনি৷ কেন চোখ ভিজল তাঁর? কী এমন বললেন জয়া?

আরও পড়ুন- ‘আমি শুধুই অভির’, দ্বিতীয় বিয়ের প্রস্তাবে বিরক্ত অভিষেক-পত্নী সংযুক্তা


তাঁদের বিয়ের বয়স ৫০ ছুঁইছুই। একে অপরের সঙ্গে সুখে-দুঃখে এতগুলো বসন্ত পেরিয়ে আসার পরও তাঁরা প্রথম দিনগুলোর মতোই পাশে দাঁড়িয়ে। সেই দৃশ্যই আরও এক বার ধরা পড়ল ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটে। 


১১ অক্টোবর বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের জন্মদিন। ওই দিনে বিশেষ পর্ব রয়েছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র৷ সেদিন মঞ্চে অতিথির আসনে বসবেন জয়া বচ্চন এবং তাঁদের ছেলে অভিষেক বচ্চন। সেই বিশেষ পর্বের ঝলক ইতিমধ্যেই প্রকাশ্যে চলে এসেছে৷ যেখানে দেখা গিয়েছে, হট সিটে বসে রয়েছেন জুনিয়র বচ্চন। তিনি মঞ্চে স্বাগত জানাচ্ছেন মা জয়া বচ্চনকে৷ তাও আবার বিগ বি’র ছবির সংলাপ দিয়েই৷

৪৯ বছরের বিবাহিত জীবনে অনেক চড়াই-উতরাই দেখেছেন এই তারকা দম্পতি৷ কখনও গগনচুম্বী সাফল্য, কখনও আবার ব্যর্থতার গভীরতা৷ শত ঝড়ের মাঝেও এক মুহূর্তের জন্যে একে অপরের হাত ছাড়েননি তাঁরা। স্ত্রীকে পাশে পেয়ে জন্মদিনের এই বিশেষ পর্বে অনেকটাই আবেগপ্রবণ বিগ বি। তাঁদের আলোচনায় উঠে এল পুরনো দিনের কথা। একে অপরকে আলিঙ্গন করলেন তাঁরা। সাফল্য তো সকলেরই নজর কাড়ে৷ কিন্তু ব্যর্থতা! সেটা কী নজরে আসে? বিগ বি-র জন্মদিনে উঠে এল এমনই সহ অজানা দিলের কথা৷ ১১ অক্টোবর অমতাভ-জয়ার অতীত দিনের হদিস পাবেন বিগ বি’র ভক্তরা। 

Around The Web

Trending News

You May like