হাসপাতালে দু’বার ফোন! কেন পড়ে গিয়েছিলেন কেকে, যা বুঝল ফরেনসিক

হাসপাতালে দু’বার ফোন! কেন পড়ে গিয়েছিলেন কেকে, যা বুঝল ফরেনসিক

কলকাতা: মঙ্গলবার নজরুল মঞ্চে শো করার পর হোটেলে ফিরে প্রয়াত হন বিখ্যাত গায়ক কেকে। হোটেল থেকে হাসপাতাল নিয়ে যাওয়া হলে সেখানেই জানান হয় যে তাঁর আগেই মৃত্যু হয়েছে। এই ঘটনায় হোটেল নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে। কেন আগেই কেকে’কে হাসপাতালে নিয়ে আসা হল না, কেন হোটেলে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা গেল না, সেই প্রশ্নই ইতিউতি। এদিকে জানা গিয়েছে, হোটেলে ফেরার পর সোফায় বসতে গিয়ে তিনি পড়ে যান, মাথায় আঘাত লাগে। যে হোটেলে তিনি ছিলেন সেখানে শেষ কয়েক মিনিট কী পরিস্থিতি হয়েছিল কেকে’র তা জানা এখনও বাকি। ফরেনসিক টিম ইতিমধ্যেই তদন্ত করেছে। তারা কিছু ইঙ্গিত দিয়েছে ঘটনা সম্পর্কে।

আরও পড়ুন- কৈশরের প্রেমকে নিজের করে পেতে গান ছেড়ে সেলসের চাকরি নিয়েছিলেন ‘বেকার’ কেকে

ফরেনসিক দলের বক্তব্য, যে মুহূর্তে কেকে সোফা থেকে পড়ে গিয়েছিলেন সেই মুহূর্তেই তাঁর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। হৃদপিণ্ড আচমকা বন্ধ হয়ে যাওয়ার জন্য মস্তিস্কে অক্সিজেন যাচ্ছিল না, তাই হঠাৎ পড়ে যান তিনি। নজরুল মঞ্চ থেকেই তাঁর যে অস্বস্তি হচ্ছিল সেটা আগে থেকে জানা গিয়েছিল। অনুমান, তখন থেকে তাঁর হৃদযন্ত্র সমস্যা করতে শুরু করেছিল। কিন্তু কেউই সেভাবে বুঝতে পারেনি। ফরেনসিক দল আরও জানতে পেরেছে, হোটেল থেকে হাসপাতালে দু’বার ফোন করা হয়েছিল। প্রথম জানান হয় যে, মুম্বইয়ের এক গায়ক অসুস্থ হয়েছেন, নিয়ে যাওয়া হবে। কিছু সময় পর আবার ফোন করা হয় এবং বলা হয় অবস্থা গুরুতর, অ্যাম্বুলেন্সে না গিয়ে প্রাইভেট গাড়িতে আনা হবে। পরে হাসপাতালে নিয়ে গেলে কেকে’কে মৃত বলে ঘোষণা করা হয়।

এদিকে গায়কের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, কোনও অস্বাভাবিক কারণে তাঁর মৃত্যু হয়নি৷ হৃদরোগে আক্রান্ত হয়ে স্বাভাবিক মৃত্যুই হয়েছে তাঁর। এসএসকেএম হালপাতালে প্রয়াত শিল্পীর ময়নাতদন্ত হয়৷ তার প্রাথমিক রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট পাওয়া যাবে ৭২ ঘণ্টা পর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =