বিগ বসের চ্যাম্পিয়ন কে জানেন?

‘বিগ বস ১২’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন দীপিকা কাকর। গ্র্যান্ড ফিনেলেতে দীপিকা ছাড়াও শ্রীশান্ত, রোমিল চৌধুরী, করণবীর বোহরা নাকি দীপক ঠাকুর। সঞ্চালক সালমান খান ‘বিগ বস ১২’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হিসেবে দীপিকা কাকরের নাম ঘোষণা করেন। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন চ্যাম্পিয়ন ট্রফি আর ৩০ লাখ টাকা। রানার আপ হয়েছেন শ্রীশান্ত। রবিবার রাতে কালারস টিভিতে ‘বিগ বস ১২’

বিগ বসের চ্যাম্পিয়ন কে জানেন?

‘বিগ বস ১২’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন দীপিকা কাকর। গ্র্যান্ড ফিনেলেতে দীপিকা ছাড়াও শ্রীশান্ত, রোমিল চৌধুরী, করণবীর বোহরা নাকি দীপক ঠাকুর। সঞ্চালক সালমান খান ‘বিগ বস ১২’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হিসেবে দীপিকা কাকরের নাম ঘোষণা করেন।

বিগ বসের চ্যাম্পিয়ন কে জানেন?পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন চ্যাম্পিয়ন ট্রফি আর ৩০ লাখ টাকা। রানার আপ হয়েছেন শ্রীশান্ত। রবিবার রাতে কালারস টিভিতে ‘বিগ বস ১২’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনেলে অনুষ্ঠিত হয়। ‘বিগ বস ১২’ শুরু হয় গত সেপ্টেম্বরে। ‘বিগ বস’ বাড়িতে ১০৫ দিন টিকে ছিলেন দীপিকা কাকর, শ্রীশান্ত, রোমিল চৌধুরী, করণবীর বোহরা ও দীপক ঠাকুর। দীপিকা কাকর কালারস টিভির জনপ্রিয় সিরিয়াল ‘শ্বশুরাল সিমর কা’তে অভিনয় করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =