মুম্বই: অবশেষে আজ শেষ হচ্ছে ‘বিগ বস ১৩’-এর ১৪০ দিনের সফর৷ আজ চূড়ান্ত পর্বের অনুষ্ঠান দেখা যাবে রাত ন'টা থেকে৷ কিন্তু বিগ বস থার্টিনের গ্র্যান্ড ফিনালে আগে দেখে নিন, বিগ বসের ঘরে গিয়ে প্রতিযোগীরা কে কত টাকা উপার্জন করলেন৷
২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর শুরু হয়েছিল বিগ বসের ১৩ পর্ব৷ এচাই ছিল ১৪০ দিনের দীর্ঘতম সফর৷ আজ ফাইনাল ট্রফির দাবিদার সিদ্ধার্থ শুক্লা, শেহনাজ গিল, পারশ ছাবরা, আসীম রিয়াজ, আরতী সিং, রেশমি দেশাই৷ ফাইনাল পর্বের আগে বাদ হয়ে যান মাহেরা শর্মা৷ চূড়ান্ত পর্বে লড়াইয়ের আগে ছয় প্রতিযোগীর ১৪০ দিনের লড়াই তুলে ধরা হয় জনতার সামনে৷
এই প্রতিযোগিতায় প্রথমে ১৩ জন প্রতিযোগীকে আনা হয় অর্থের বিনিময়ে৷ জনপ্রিয়তার নিরিখে পারিশ্রমিক নির্ধারিত হয় তাঁদের৷ সূত্রের খবর, এই পর্বে সব থেকে বেশি পারিশ্রমিক পেয়েছেন সিদ্ধার্থ শুক্লা৷ প্রথমে তাঁর পারিশ্রমিক সপ্তাহে ১৬ লক্ষ টাকা করা হয়৷ পরে অনুষ্ঠান চলাকালীন সেই পারিশ্রমিক বেড়ে হয় সপ্তাহে ২০ লক্ষ টাকা৷
দ্বিতীয় স্থানে রয়েছেন রেশমি দেশাই৷ তাঁর পারিশ্রমিক সপ্তাহে ১৫ লক্ষ টাকা৷ এর পরে রয়েছে দেবলীনা ভট্টাচার্য৷ তাঁর পারিশ্রমিক সপ্তাহে ১২ লক্ষ টাকা৷ চতুর্থ স্থানে রয়েছেন শেহনাজ গিল ও হিমানশি খুরানা৷ হিমাংশি ও শেহনাজ পারিশ্রমিক সপ্তাহে ৪ লক্ষ টাকা৷ কোয়েনা মিত্র পেয়েছেন সপ্তাহে আড়াই লক্ষ টাকা৷ চিত্রনাট্যকার সিদ্ধার্ত দে সপ্তাহে ২ লক্ষ টাকা করে পারিশ্রমিক পেয়েছেন৷ দালজীত কউর পেয়েছেন সপ্তাহে দেড় লক্ষ টাকা৷ আরতি সিং পেয়েছেন সপ্তাহে ১ লক্ষ ৩০ হাজার টাকা৷
মাহিরা শর্মার সপ্তাহের পারিশ্রমিক ছিল ৯০ হাজার টাকা৷ আবু মালিক পেয়েছেন ৮০ হাজার টাকা সপ্তাহে৷ ফাইনালে থাকা পারস ছাবরা পেয়েছেন সপ্তাহে ৬৫ হাজার টাকা৷ আসিম রিয়াজ সপ্তাহের পারিশ্রমিক ৬০ হাজার টাকা৷