Aajbikel

যারা 'দ্য কাশ্মীর ফাইলস' সমর্থন করেন না তারা জঙ্গি! বিস্ফোরক পরিচালক

 | 
কাশ্মীর ফাইলস

মুম্বই: কাশ্মীরি পণ্ডিতদের ইতিহাস ব্যাখ্যা করে তৈরি হয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটি। বিবেক অগ্নিহোত্রীর এই ছবি ঘিরে প্রথম থেকেই বিতর্ক। প্রচুর মানুষ এই ছবির সমর্থন করলেও অনেকেই এই ছবির নিন্দা করেছেন এই বলে যে, এই সিনেমা প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই নয়। মুসলিমদের প্রতি বিদ্বেষ আরও বাড়িয়ে দেওয়া জন্য এই ছবি তৈরি হয়েছে এবং কেন্দ্রীয় বিজেপি সরকার তা প্রচার করছে। ইতিমধ্যে ২০০ কোটি ছাড়িয়ে ব্যবসা কর ফেলেছে 'দ্য কাশ্মীর ফাইলস'। কিন্তু বিতর্ক থামছে না। সম্প্রতি পরিচালক বিবেক এমন মন্তব্য করেছেন যা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে নতুন করে।

আরও পড়ুন- ‘মায়ের বান্ধবীর সঙ্গে সঙ্গম করেছিলাম’, ডার্ক সিক্রেট ফাঁস শিবমের

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় বিবেক অগ্নিহোত্রী বলেছেন, প্রায় ২ কোটি মানুষ এই ছবিটি দেখেছেন। কিন্তু কেউ বলেননি যে এই ছবি মেরুকরণ করছে। আসলে যারা আদতে সন্ত্ৰাসবাদী সংগঠনের সমর্থক তাঁরাই কাশ্মীর ফাইলস ছবির নিন্দা এবং সমালোচনা করছে! রাম এবং রাবণের মধ্যে তফাৎ বুঝিয়ে দিচ্ছে এই ছবি তাই তাদের সমস্যা হচ্ছে। ছবির পরিচালকের এই মন্তব্যের পরেই বিতর্কের ঝড় উঠে গিয়েছে। এতেই অনেকে বলছেন, ঠিক যেমন বিজেপি দেশাত্ববোধক ধারণা উস্কে দেয় বিভিন্ন ইস্যুতে, 'কাশ্মীর ফাইলস' ছবির পরিচালক ঠিক একই কাজ করছেন।

কিছুদিন আগেই বিবেককে দেওয়া হয়েছে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা। ছবি তৈরি করার শুরু থেকে এখনও পর্যন্ত অনেক বার হুমকি পেয়েছেন, এমন দাবি করেছেন বিবেক। সেই হুমকির ভয় থেকে গিয়েছে, এই কারণেই তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হল বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এই ছবির টিকিট করমুক্ত হয়েছে গুজরাত, হরিয়ানা, মধ্য প্রদেশের মতো রাজ্যে। প্রায় ২১০ কোটি টাকার ব্যবসাও করে ফেলেছে মিঠুন, অনুপম অভিনীত এই ছবি।

Around The Web

Trending News

You May like