জেল থেকে বেরিয়ে ভক্তদের কী বার্তা দিলেন পরীমনি?

জেল থেকে বেরিয়ে ভক্তদের কী বার্তা দিলেন পরীমনি?

ঢাকা: অবশেষে জেল থেকে মুক্তি পেয়ে বাড়িতে ফিরলেন বাংলাদেশের অভিনেত্রী পরীমনি। মঙ্গলবারই জামিন পেলেও, সন্ধে ৬টার মধ্যে জামিন সংক্রান্ত কাগজ জেলে এসে না পৌঁছনোয়, অভিনেত্রীকে আরও একটা দিন জেলেই থাকতে হয়। প্রায় ২৬দিন কারাবাস করার পর অবশেষে বুধবার সকালে তিনি জেল থেকে ছাড়া পেলেন। এদিন পরীমনির পরনে ছিল সাদা টিশার্ট, মাথায় সাদা পাগড়ি ও মুখে মাস্ক।

মাদকযোগে নাম জড়ানোর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে ট্রোল করা নেটিজেনদের জেল থেকে বেরিয়ে আজ জবাব দিলেন পরীমনি। জেল থেকে বেরিয়ে গাড়ির হুড খুলে উঠে দাঁড়ান পরীমনি এবং ভক্ত ও সংবাদমাধ্যমের দিকে হাত তুলে হাসিমুখে নাড়তে থাকেন  আর তখনই নজরে পড়ে তাঁর হাতে লেখা বার্তা। তাঁর হাতে পরীমনি মেহেন্দি দিয়ে লিখেছেন, ‘Dont love, m Bitch’। হাতে এই বার্তা লিখে মাধ্যমে তিনি বলতে চেয়েছেন, তাঁকে ভালো না বাসলেও চলবে। তিনি ট্রোলিংকে পাত্তা দেন না। তাই নিজেই বলছেন, ‘আমায় ভালোবাসতে হবে না। আমি খারাপ।’

গত ৪ অগস্ট নিজের বাড়ি থেকেই গ্রেফতার হন অভিনেত্রী পরীমনি। তাঁর বাড়ি থেকে বেশ কিছু মাদকের সামগ্রীও উদ্ধার হয়। আর এর মধ্যে পুলিশ কর্তা গোলাম সাকলায়েনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে অনেক বেশি জল‌ঘোলা হয়। সম্প্রতি সাকলায়েনের জন্মদিনের ভিডিওয় তাঁর ও পরীমনির একটি ঘনিষ্ঠ দৃশ্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে নেট দুনিয়ায় সমালোচনার ঝড় ওঠে। তবে অবশেষে মঙ্গলবার তাঁকে জামিন দেন মহানগর দায়রা বিচারক কে এম ইমরুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =