মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মতো তাঁর ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু নিয়েও ধোঁয়াশা এখনও কাটেনি। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যম তাঁর নিকটতম বন্ধুর কাছ থেকে হোয়াটসঅ্যাপ টেক্সট পেয়েছে। যা তার মৃত্যুর রাতে ঠিক কী ঘটেছিল, তা প্রকাশ করে। জানা গিয়েছে যে, দিশা ৯ জুন মুম্বাইয়ের মালাডে ১৪ তলা বিল্ডিংয়ের একটি ফ্ল্যাট থেকে ঝাঁপিয়ে পড়েন বা পড়ে যান। দিশার মৃত্যু সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে জড়ানো হচ্ছে। সত্যিই কি এই দুই ঘটনার মধ্যে কোনও সম্পর্ক রয়েছে?
ওই সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে, দিশা সালিয়ান তাঁর বন্ধুবান্ধব ও বাগদত্তের সঙ্গে পার্টি করছিলেন। প্রচুর পরিমাণে অ্যালকোহল সেবন করার পরে তিনি হতাশাগ্রস্থ হয়ে পড়েন। তিনি নাকি বলেছিলেন যে, কেউ আর কারও যত্ন নেন না। পার্টিতে উপস্থিত এক বন্ধু দিশাকে এসব বন্ধ করতে বলে। তার পরে দিশা তাঁর শোওয়ার ঘরে গিয়ে নিজেকে তালাবন্ধ করে রেখেছিলেন। কিছুক্ষণ পরে যখন দরজা ধাক্কা দেওয়ার পরও দিশা দরজা খুলছিলেন না তখন তাঁর ফিয়াসেঁ এবং বন্ধুরা দরজাটি ভেঙে ফেলেন এবং দেখতে পান যে দিশা বারান্দা থেকে পড়ে গিয়েছেন। সঙ্গে সঙ্গে নীচে দৌড়ে যান তাঁরা। নীচে পৌঁছনোর পর দেখা যায় দিশা জীবিত ছিলেন। বন্ধুরা দিশাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে মৃত বলে ঘোষণা করে।
আরও পড়ুন: বয়ান রেকর্ডের দিন পিছনোর অনুরোধ রিয়ার, আবেদন খারিজ করল ইডি
এই বিস্তারিত মেসেজটি দিশার বন্ধুদের গ্রুপে শেয়ার করা হয়েছে। যাচাইয়ের পরে, পুলিশও ঘটনাটির মধ্যে সত্যতা খুঁজে পেয়েছে বলে খবর। দিশা সালিয়ান, এক ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির হয়ে কাজ করতেন। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অ্যাকাউন্টটিও তিনি পরিচালনা করতেন। ৯ জুন মালাডে তাঁর মৃত্যু হয়। দিশার মৃত্যুর পাঁচ দিন পর সুশান্ত আত্মহত্যা করে মারা যান। তার পর থেকে দু'জনকে মৃত্যুর মধ্যে সংযুক্ত একাধিক তত্ত্ব সামনে আসছে। দুজনের মৃত্যুর পিছনে ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি করা হচ্ছে। এও বলা হচ্ছে দুজনকে খুন করা হয়েছে। বিজেপি সাংসদ নারায়ণ রেন দাবি করেছিলেন যে দিশাকে “ধর্ষণ করে হত্যা করা হয়েছে”। মহারাষ্ট্রের রাজনীতি এবং বলিউডের কিছু বড় নাম এই ঘটনার সঙ্গে জড়িত বলেও দাবি তাঁক। রানে এও জানান দিশা তাঁর ধর্ষণ সম্পর্কে সুশান্ত সিং রাজপুতকে জানিয়েছিলেন। তখন থেকেই তাঁকেও একই গ্রুপ হুমকি দিচ্ছিল। ১৩ জুন সুশান্তের বাড়িতে একটি পার্টি হয় এবং পরের দিন অভিনেতাকে মৃত অবস্থায় পাওয়া যায়।