‘হাম আপকে হ্যায় কৌন’-এর ‘টাফি’কে মনে আছে? জানেন পরে কী পরিণতি হয়েছিল মিষ্টি সারমেয়টির?

কলকাতা: ১৯৯৪ সালে মুক্তি পায় বলিউডের অন্যতম ব্লকবাস্টার ছবি ‘হম আপকে হ্যায় কৌন’। ওই ছবিতে নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড তারকা সলমন খান এবং মাধুরী…

টাফি

কলকাতা: ১৯৯৪ সালে মুক্তি পায় বলিউডের অন্যতম ব্লকবাস্টার ছবি ‘হম আপকে হ্যায় কৌন’। ওই ছবিতে নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড তারকা সলমন খান এবং মাধুরী দীক্ষিত। ছিলেন অনুপম খের, রেণুকা সাহানি প্রমুখরাও৷ তবে সকলের মাঝে নজর কেড়েছিল টাফি! তাঁর জন্যই হয়েছিল হ্যাপি এন্ডিং৷  সেই অভিনেতা আর কেউ নয়, এক চারপেয়ে স্পিচ প্রজাতির সারমেয়৷ ছবিতে যার নাম ছিল টাফি। পরবর্তীকালে কী পরিণতি হয় টাফির, সেই খোঁজ কেউ রাখেনি৷

ওই ছবিতে খানিকটা দেবদূতের ভূমিকা পালন করেছিল টাফি৷ তাকে দেখার পর কুকুরে অনীহা এমন অনেক ব্যক্তির মনও গলে গিয়েছিল। ছবি মুক্তির পরপর অনেকে স্পিচ কুকুর কিনে এনেছিলেন বাড়িতে। নাম দিয়েছিলেন টাফিই। কিন্তু, জানেন কি, ছবি মুক্তির পর কী ভাবে কেটেছিল আসল টাফির দিন?

এই ছবির পর টাফির প্রতি ভালবাসা আরও নিবিড় হয়ে উঠেছিল মাধুরী দীক্ষিতের। তিনি ভীষণ মিস করতেন তাকে৷ এর পর  মাধুরী তাকে নিয়ে আসেন নিজের কাছে। একবার  ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শোতে এসে মাধুরী জানিয়েছিলেন, “টাফির আসল নাম রেডো।  পরবর্তীকালে তাঁকে দত্তক নিয়েছিলেন অভিনেত্রী। মাধুরী বলেন, ‘‘২০০০ সাল পর্যন্ত ও আমার সঙ্গেই ছিল। ওই বছরই মারা যায় টাফি। তখন ওর বয়স ১২৷”

 

Explore the enduring legacy of “Hum Aapke Hain Koun..!” 25 years after its release, uncovering its impact on Bollywood and the innovative strategies that made it a blockbuster.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *