শরীর ধরে রাখতে কী করেন শুভশ্রী, দেখুন ভিডিও

রূপোলি দুনিয়ায় টিকে থাকতে গেলে নায়িকাদের কম কষ্ট করতে হয় না। খাবারে লাগাম টানা থেকে শুরু করে নিয়মিত ওয়র্কআউট, সবই করতে হয় তাঁদের। প্রায় ৯ বছর হল অভিনয়ের জগতে রয়েছেন শুভশ্রী। কিন্তু গ্ল্যামারে ঘাটতি পড়েনি নায়িকার। কারণ শুভশ্রীর শিডিউলে জিম করা মাস্ট। সম্প্রতি ওয়ার্কআউটের একটি ভিডিও পোস্ট করেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ভিডিওয় দেখা যাচ্ছে সাদা ও

শরীর ধরে রাখতে কী করেন শুভশ্রী, দেখুন ভিডিও

রূপোলি দুনিয়ায় টিকে থাকতে গেলে নায়িকাদের কম কষ্ট করতে হয় না। খাবারে লাগাম টানা থেকে শুরু করে নিয়মিত ওয়র্কআউট, সবই করতে হয় তাঁদের। প্রায় ৯ বছর হল অভিনয়ের জগতে রয়েছেন শুভশ্রী। কিন্তু গ্ল্যামারে ঘাটতি পড়েনি নায়িকার। কারণ শুভশ্রীর শিডিউলে জিম করা মাস্ট। সম্প্রতি ওয়ার্কআউটের একটি ভিডিও পোস্ট করেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ভিডিওয় দেখা যাচ্ছে সাদা ও ধূষর রংয়ের জিমস্যুটে শুভশ্রী ‘বেল ক্রসফিট’ ওয়ার্ক আউট করছেন। এই ওয়ার্কআউট করার ফলে পেশির শক্তি বাড়ে।

 

View this post on Instagram

 

Let’s play with the bell #crossfit @rajivsculler

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on Dec 11, 2018 at 11:07pm PST

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 5 =