মাদক মামলায় গ্রেফতার বিবেক ওবেরয়ের শ্যালক আদিত্য

মুম্বই: মাদক মামলায় গ্রেপ্তার হলেন বিবেক ওবেরয়ের শ্যালক আদিত্য আলভা। সোমবার রাতে তাঁকে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ চেন্নাই থেকে তাঁকে গ্রেপ্তার করে। বেঙ্গালুরুর যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) সন্দীপ পাতিল এই খবর জানিয়েছেন। প্রসঙ্গত গত চার মাসেরও বেশি সময় ধরে বিবেক ওবেরয়ের শ্যালক আদিত্য ফেরার ছিলেন।

 

মুম্বই: মাদক মামলায় গ্রেপ্তার হলেন বিবেক ওবেরয়ের শ্যালক আদিত্য আলভা। সোমবার রাতে তাঁকে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ চেন্নাই থেকে তাঁকে গ্রেপ্তার করে। বেঙ্গালুরুর যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) সন্দীপ পাতিল এই খবর জানিয়েছেন। প্রসঙ্গত গত চার মাসেরও বেশি সময় ধরে বিবেক ওবেরয়ের শ্যালক আদিত্য ফেরার ছিলেন।

আদিত্য হলেন কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী ও প্রয়াত রাজনীতিবিদ জীবারাজ আলভার ছেলে। আদিত্যর বোন প্রিয়াঙ্কা ২০১০ সালে বিবেক ওবেরয়কে বিয়ে করেন। চার মাস আগে স্যান্ডেলউড মাদক মামলায় নাম জড়ায় আদিত্যর। অভিযোগ ওঠে, আদিত্য রেভ পার্টির আয়োজন করতেন। বেঙ্গালুরুতে হাউস অফ লাইফ রিসর্টে পার্টির আয়োজন হত। তিনিই এই রিসর্টের মালিক। রিসর্টে যে পার্টির আয়োজন হত সেখানেই মাদকের কারবার চলত। ইতিমধ্যেই রেভ পার্টির এক উদ্যোক্তা বীরেন খান্নাকে গ্রেপ্তার করেছেন তদন্তকারী অফিসাররা। জানা গিয়েছে বীরেনই নাকি হাই প্রোফাইল অতিথিদের ওই পার্টিতে আনত।

মাদক মামলায় নাম জড়ানোর পর থেকে মাস চারেক ধরে ফেরার ছিলেন আদিত্য আলভা। তখনই তিনি সুপ্রিম কোর্টে অগ্রিম জামিনের জন্য আবেদন করেছিলেন। কিন্তু সেই আবেদন গ্রাহ্য হয়নি। তা খারিজ হয়ে যায়। সূত্রের খবর, আদিত্যর এক ঘনিষ্ঠ ব্যক্তির মোবাইলে আড়ি পেতে ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা জানতে পারেন চেন্নাইয়ে লুকিয়ে রয়েছেন আদিত্য। এরপর সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। আদিত্যকে জিজ্ঞাসাবাদ চলছে। তারপর NDPS আদালতে তোলা হবে আদিত্য আলভাকে। 

প্রসঙ্গত, স্যান্ডেলউড মাদক মামলায় একাধিক কন্নড় সেলিব্রিটির নাম জড়িয়েছে। কন্নড় সিনেমার প্রযোজক শিবপ্রকাশ চিপ্পি, অভিনেত্রী রাগিণী দ্বিবেদী এবং সঞ্জনা গালরানিকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের সন্দেহের তালিকায় আরও অনেকে রয়েছেন। এই মামলায় এখনও পর্যন্ত প্রায় ১৭ জনকে গ্রেপ্তার করেছেন তদন্তকারী অফিসাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 4 =