রিয়াকে সামনে রেখে আড়াল করা হচ্ছে বলিউডের তাবড় সেলেবদের, অভিযোগ বিবেক অগ্নিহোত্রীর

মুম্বই: বেশ কিছুদিন ধরে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে একটি পোস্ট ঘোরাফেরা করছিল নেটদুনিয়ায়। অনেকে অভিযোগ তুলেছিলেন রিয়াকে সামনে রেখে বাঁচানো হচ্ছে বলিউডের কিছু প্রথম সারির সেলিব্রেটিদের। এবার সেই একই অভিযোগ তুললেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তিনি সরাসরি বললেন রিয়া চক্রবর্তীকে ঢাল করে মুম্বই পুলিশ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে জড়িত বলিউডের একাধিক নামী ব্যক্তিত্বদের আড়াল করতে চাইছে।

মুম্বই: বেশ কিছুদিন ধরে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে একটি পোস্ট ঘোরাফেরা করছিল নেটদুনিয়ায়। অনেকে অভিযোগ তুলেছিলেন রিয়াকে সামনে রেখে বাঁচানো হচ্ছে বলিউডের কিছু প্রথম সারির সেলিব্রেটিদের। এবার সেই একই অভিযোগ তুললেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তিনি সরাসরি বললেন রিয়া চক্রবর্তীকে ঢাল করে মুম্বই পুলিশ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে জড়িত বলিউডের একাধিক নামী ব্যক্তিত্বদের আড়াল করতে চাইছে।

এ নিয়ে বিবেক অগ্নিহোত্রী একটি টুইটও করেছেন। তিনি জানিয়েছেন একবার বলিউডের কোনও এক নামে ব্যক্তিত্বের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন সুশান্ত সিং রাজপুত। সেই ব্যক্তিত্বের নাম উল্লেখ না করে বিবেক বলেন সেই ব্যক্তি সুশান্তকে কেরিয়ার খতম করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। বলেছিলেন তিনি এর আগেও বেশ কয়েকজনের কেরিয়ার ধ্বংস করেছেন। এবার সুশান্তের পালা। বলিউডের ড্রাগ ব়্যাকেটস নিয়েও মুখ খুলেছেন বিবেক অগ্নিহোত্রী। জানিয়েছেন গত ১০ বছরে বলিউডের অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে ড্রাগ ব়্যাকেট। নানা রকম অনৈতিক ও বেআইনি কাজকর্ম বেড়েছে ইন্ডাস্ট্রিতে। অনেকে অনেক কিছু জানা সত্ত্বেও কেউ মুখ খোলেনি বা খুলতে চায়নি। এছাড়া মানি মাফিয়াদেরও জোর বেড়েছে। কিন্তু সুশান্তের মৃত্যুর ঘটনার তদন্তে যদি এই সমস্ত ব়্যাকেট সামনে আসবে বলে মনে করা হয়, তাহলে তার সম্পূর্ণ ভুল। কারণ এখানে একজনকে বোড়ে বানিয়ে নামী সবাইকে রক্ষা করার চেষ্টা চলছে।

আরও পড়ুন: কলকাতায় রয়েছে রিয়া চক্রবর্তীর বিলাসবহুল আবাসন, মিলল সূত্র

দিনকয়েক আগে কয়েকটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে মুখ খুলেছিলেন রিয়া চক্রবর্তী। বলেছিলেন অনেক অজানা কথা। সুশান্তের সঙ্গে তাঁর ইউরোপ ট্রিপ, সুশান্তের অসুস্থতা, ড্রাগ নেওয়া সহ একাধিক কথা বলেছেন রিয়া। এর মধ্যে ইডি ও সিবিআইয়ের ম্যারাথন জেরার মুখোমুখি হয়েছেন তিনি। এর ফলেই নেটিজেনদের একাংশের মনে করছে রিয়া হয়তো সম্পূর্ণ দোষী নয়। হয়তো তিনিও ষড়যন্ত্রের শিকার। তাঁদের মতে, তিনটি কেন্দ্রীয় সংস্থার তদন্ত শেষ হওয়ার আগে রিয়াকে দোষী তকমা দেওয়া অনুচিত। কেউ আবার লিখেছেন, “রিয়া সুশান্তের প্রেমিকা ছিলেন। সমাজে সব দোষ তো প্রেমিকাদেরই হয়। রিয়া দোষী না নির্দোষ তা বিচার করার সাধারণ মানুষ কেউ নয়। আইন হাতে নেওয়ার অধিকার কারওর নেই।” আবার একজন লিখছেন, “সুশান্তের ন্যায়বিচার যেমন আমরা চাই, তেমনই তোমারও ন্যায়বিচার চাই। যদি তুমি দোষী হও, তোমার কঠিন শাস্তি হোক। কিন্তু সত্যি যদি নির্দোষ হয়ে থাকো তবে যে মানসিক চাপের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, তাঁর জন্য আমি সবার তরফ থেকে ক্ষমা চাইছি।“ অনেকে আবার এও বলেছেন, রিয়া সফ্ট টার্গেট বলেই তাঁকে অপদস্থ করা হচ্ছে। এর ফলে আসল অপরাধীরা আরও আড়ালে চলে যাচ্ছেন না তো?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + seventeen =