মঞ্চে উঠে গান ভুলে ভাইরাল রাণু! তারপর যা হল

মুম্বই: এ যেন এক রূপকথার গল্প৷ ফিরে আসার লড়াই৷ সাফল্যের আস্বাদ৷ সোশ্যাল মিডিয়ায় হাত ধরে চালচুলোহীন রাণু মণ্ডল আজ জনপ্রিয়তার শীর্ষে৷ কয়েক মাস আগেও যাঁর ঠিকানা ছিল রানাঘাট প্ল্যাটফর্ম৷ এবার সেই রাণুর উত্থান ঘটে গিয়েছে বলিপাড়ায়৷ রাণুর গানে তোলপাড় সোশ্যাল মিডিয়া৷ রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠা রাণু মণ্ডলের সাফল্যের মুকুটে লেগেছে টিটকিরি, হাসির খোরাক৷ সাফল্যের সঙ্গে

মঞ্চে উঠে গান ভুলে ভাইরাল রাণু! তারপর যা হল

মুম্বই: এ যেন এক রূপকথার গল্প৷ ফিরে আসার লড়াই৷ সাফল্যের আস্বাদ৷ সোশ্যাল মিডিয়ায় হাত ধরে চালচুলোহীন রাণু মণ্ডল আজ জনপ্রিয়তার শীর্ষে৷ কয়েক মাস আগেও যাঁর ঠিকানা ছিল রানাঘাট প্ল্যাটফর্ম৷ এবার সেই রাণুর উত্থান ঘটে গিয়েছে বলিপাড়ায়৷ রাণুর গানে তোলপাড় সোশ্যাল মিডিয়া৷ রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠা রাণু মণ্ডলের সাফল্যের মুকুটে লেগেছে টিটকিরি, হাসির খোরাক৷ সাফল্যের সঙ্গে সঙ্গে রাণুর ব্যর্থতা নিয়েও অতি উৎসাহী নেটপাড়া৷ মঞ্চে উঠে তাঁর গাওয়া জনপ্রিয় গান ভুলে গিয়ে ফের ভাইরাল সেই রূপকথার রাণু৷

ইতিমধ্যেই তাঁর সাজ পোশাক নিয়ে টিটকিরির ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়৷ সেই রেশ কাটার আগেই ফের নেটপাড়ায় সমালোচনার মুখে রাণু৷ হাসির খোরাকও হয়ে উঠেছেন তিনি৷ চলছে মিম৷ জানা গিয়েছে, একটি রিয়েলিটি শোয়ে ডাক পান রাণুদেবী৷ কিন্তু, মঞ্চে উঠে গান গাইতে গিয়ে ঘটে বিপত্তি৷

ওই অনুষ্ঠানে রাণুদেবীকে গাইতে অনুরোধ করেন সাংবাদিক বরখা দত্ত৷ মাইক হাতে রাণুদেবী নিজেই বলেন হিমেশের সঙ্গে তাঁর গানটি গাইবেন কি না৷ জবাব দিতে দেরি করেননি বরখাও৷ সম্মতি দেন সঞ্চালক৷ কিন্তু, মাইক হাতে তুলে নিতেই ঘাবড়ে যান রাণুদেবী৷

বেশকিক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে রাণু জানিয়ে দেন, ‘‘ওহ মাই গড, আই ফরগেট’’ গোটা ঘটনাটি মিম হতে খুব বেশি সময় লাগেনি নেটদুনিয়ায়৷ আর গান ভুলে যাওয়া নিয়ে এখন ব্যস্ত নেটপাড়া৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =