‘ছাম্মা’র গানে কোমর দুলিয়ে ভাইরাল হাসিন জাহানের ভিডিও

ক্রিকেটার মহম্মদ শামির বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক ও মানসিক নির্যাতন সহ একাধিক অভিযোগ এনেছিলেন সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন হাসিন জাহান৷ সেই বিবাদ এখনও চলেছে৷ কিন্তু তার মধ্যেই বেশ খোশ মেজাজে দেখা দিলেন হাসিন৷ হাসিন জাহানের প্রকাশ করা ভিডিও দেখা যাচ্ছে, আরও দুজন মহিলার সঙ্গে নাচছেন হাসিন৷ ব্যাক গ্রাউন্ডে গান বাজছে, ‘ছাম্মা ছাম্মা।’ ১৩ সেকেন্ডের

‘ছাম্মা’র গানে কোমর দুলিয়ে ভাইরাল হাসিন জাহানের ভিডিও

ক্রিকেটার মহম্মদ শামির বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক ও মানসিক নির্যাতন সহ একাধিক অভিযোগ এনেছিলেন সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন হাসিন জাহান৷ সেই বিবাদ এখনও চলেছে৷ কিন্তু তার মধ্যেই বেশ খোশ মেজাজে দেখা দিলেন হাসিন৷

হাসিন জাহানের প্রকাশ করা ভিডিও দেখা যাচ্ছে, আরও দুজন মহিলার সঙ্গে নাচছেন হাসিন৷ ব্যাক গ্রাউন্ডে গান বাজছে, ‘ছাম্মা ছাম্মা।’ ১৩ সেকেন্ডের এই ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ারও করেছেন হাসিন। আর তারপর থেকেই তা ভাইরাল হয়ে গিয়েছে৷ শামি ও হাসিন, দুজনের জীবনই এখন নিজেদের কাজকে কেন্দ্র করে রয়েছে৷ মামলা এখনও চলছে৷ সেই নিয়ে দুজনকেই মাঝেমধ্যে আদালতে হাজিরা দিতে হয়৷ কিন্তু তার মধ্যেই শামি যেমন নিজের খেলা নিয়েই ফোকাস করে আছেন, তেমনই হাসিনের ফোকাস এখন গ্ল্যামার ওয়ার্ল্ড৷ আর তারই একটা ঝলক দেখা গেল এই নাচে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + one =