ভাইরাল অর্জুনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, দেখুন সেই ছবি

অর্জুন রামপাল-গ্যাব্রিয়েলা ডিমেট্রিয়াডেসের প্রেমের খবর অনেক পুরনো। বরং হালে টিনসেল টাউন তপ্ত অর্জুনের বাবা হওয়ার খবরে। প্রাক্তন স্ত্রী মেহের জেসিয়ার সঙ্গে বিচ্ছেদের আগেই প্রেমিকার সন্তানের বাবা হচ্ছেন সুপারমডেল। সেই খবর ইনস্টাগ্রামে পোস্ট করে সবার আগে তিনিই জানিয়েছেন। এবার বাবা হওয়ার আনন্দ তারিয়ে তারিয়ে উপভোগ করতে মালদ্বীপে গেলেন দু’জনে। সেখানেই একটি রিসর্টের সুইমিংপুলে ঘনিষ্ঠভাবে জলকেলি করতে

ভাইরাল অর্জুনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, দেখুন সেই ছবি

অর্জুন রামপাল-গ্যাব্রিয়েলা ডিমেট্রিয়াডেসের প্রেমের খবর অনেক পুরনো। বরং হালে টিনসেল টাউন তপ্ত অর্জুনের বাবা হওয়ার খবরে। প্রাক্তন স্ত্রী মেহের জেসিয়ার সঙ্গে বিচ্ছেদের আগেই প্রেমিকার সন্তানের বাবা হচ্ছেন সুপারমডেল। সেই খবর ইনস্টাগ্রামে পোস্ট করে সবার আগে তিনিই জানিয়েছেন। এবার বাবা হওয়ার আনন্দ তারিয়ে তারিয়ে উপভোগ করতে মালদ্বীপে গেলেন দু’জনে। সেখানেই একটি রিসর্টের সুইমিংপুলে ঘনিষ্ঠভাবে জলকেলি করতে দেখা গেল তাঁদের। যুগলের সেই সেলফিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সৌজন্যে, ফের অর্জুন। উপলক্ষ্য, বেবিমুন।

ভাইরাল অর্জুনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, দেখুন সেই ছবিশুধুই কি সুইমিংপুলে জলকেলি করেন অর্জুন-গ্যাব্রিয়েলা? পাঠক ভুলেও তেমনটা ভাববেন না একেবারেই। বরং একান্তে যুগলে সময় কাটিয়েছেন দ্বীপের আরও নানা জায়গায়। ভালোবাসার আশ্লেষ মাখানো সেই সমস্ত ছবি ফ্রেমবন্দি করার পাশাপাশি শেয়ার করেছেন তাঁরা সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে কমেন্টস, ‘এরকম একটা সকালে ঘুম ভাঙা মানে জীবনটা কী ভীষণ ভালো। সুন্দর। ঈশ্বরের পাশাপাশি সমস্ত কাছের মানুষের আশীর্বাদ পেয়েছি আমরা। আমাদের সন্তানও যেন সেই আনন্দে এখনই উদ্বেল।’

ভাইরাল অর্জুনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, দেখুন সেই ছবিশোনা কথা, সমস্ত ফ্রেমবন্দি ছবি দিয়ে পরে অর্জুন-গ্যাব্রিয়েলা নাকি ভিডিও বানিয়ে উপহার দেবেন অনুরাগীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + two =