হাওড়ার যুবকের সঙ্গে দেখা করতে চান বিদ্যুৎ জামাল, কেন?

মুম্বই: বিদ্যুৎ জামাল মানেই সুদর্শন অ্যাকশন হিরো। কখনও আবার তিনি মার্শাল আর্ট ট্রেনার। বলিউডে এমন পরিচয় খুব কম লোকেরই রয়েছে। ভারত সহ গোটা বিশ্বে তাঁর ভক্তের সংখ্যা এক কোটি পেরিয়ে গিয়েছে। তাঁর নেকনজরে কে না আসতে চায়। কিন্তু অভিনেতার নজর এখন হাওড়ার যুবক কৃষ্ণ শোনকারের দিকে। কলকাতা যবেই আসবেন, প্রথমে তাঁর সঙ্গেই দেখা করবেন বলে কথা দিয়েছেন বিদ্যুৎ জামাল।

ba75d954b1e0fd6bc9392d5763e65a0d

মুম্বই: বিদ্যুৎ জামাল মানেই সুদর্শন অ্যাকশন হিরো। কখনও আবার তিনি মার্শাল আর্ট ট্রেনার। বলিউডে এমন পরিচয় খুব কম লোকেরই রয়েছে। ভারত সহ গোটা বিশ্বে তাঁর ভক্তের সংখ্যা এক কোটি পেরিয়ে গিয়েছে। তাঁর নেকনজরে কে না আসতে চায়। কিন্তু অভিনেতার নজর এখন হাওড়ার যুবক কৃষ্ণ শোনকারের দিকে। কলকাতা যবেই আসবেন, প্রথমে তাঁর সঙ্গেই দেখা করবেন বলে কথা দিয়েছেন বিদ্যুৎ জামাল।

হাওড়ার যুবক কৃষ্ণ শোনকার বিদ্যুৎ জামালের বড় ফ্যান। নিজের বুকে তিনি খোদাই করেছেন প্রিয় অভিনেতা বিদ্যুৎ জামালের মুখ। দিনের প্রতিটা মুহূর্ত তিনি প্রিয় অভিনেতার সঙ্গে কাটাতে চান। তাই শুধু বুকে ট্যাটু বানিয়েই চুপচাপ বসে থাকেননি তিনি। বিদ্যুতের মতো দেহ বানাতে নিয়মিত কসরত করছেন। বিদ্যুতের ফিটনেস রেজিম মেনে চলতে চান তিনিও। অনুরাগীর এমন অনুরাগ দেখে ইমপ্রেস হয়ে গিয়েছেন অভিনেতা খোদ। কৃষ্ণকে তিনি জানিয়েছেন, কলকাতায় এলে প্রথমেই তাঁর সঙ্গে দেখা করবেন তিনি। এই নিয়ে ট্যুইটও করেছেন বিদ্যুৎ।

২০১১ সালে ‘ফোর্স’ ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন বিদ্যুৎ জামাল। তার পর মাঝেমধ্যেই বলিউডের ছবিতে দেখা যায় এই অ্যাকশন হিরোকে। বছর দুয়েক আগে ‘কমান্ডো- আ ওয়ান ম্যান আর্মি’ তাঁকে জনপ্রিয়তা এনে দেয়। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘খুদা হাফিজ’। করোনা পরিস্থিতিতে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ছবিটি। তবে এখন শুধু অ্যাকশন হিরো হিসেবেই নয়, তাঁর নাচও দর্শকদের মন কেড়ে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *