Aajbikel

নতুন ছবির চিত্রনাট্য আর শোনানো হল না, গৌতমের মৃত্যুতে শোকাতুর বিদ্যা

 | 
goutam

কলকাতা: শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন বিশিষ্ট চিত্রপরিচালক গৌতম হালদার। তাঁর মৃত্যুতে টলিউড তো বটেই, বলিউডের খ্যাতনামা অভিনেত্রী বিদ্যা বালান শোকস্তব্ধ। তিনি গতকালই কলকাতায় এসেছেন নিজের 'গুরু'কে শ্রদ্ধা জানাতে। আসলে তাঁর জীবনের প্রথম ছবির পরিচালক ছিলেন গৌতম। পরিচালকের মৃত্যুতে ভেঙে পড়ে বিদ্যা জানান, নতুন ছবির চিত্রনাট্য শোনার কথা ছিল তাঁর। সেটা আর হল না। 

এই বিশিষ্ট পরিচালকের ‘ভালো থেকো’ ছবিটিই ছিল বিদ্যার কেরিয়ারের প্রথম ছবি। তাই তাঁর মৃত্যু সংবাদ পেয়ে আর ঘরে বসে থাকতে পারেননি বিদ্যা। তড়িঘড়ি তিনি কলকাতায় আসেন। গতকাল সন্ধ্যে নাগাদ পরিচালকের বাড়িতে পৌঁছন তিনি। সম্প্রতি পুজোর সময় প্রয়াত পরিচালকের বাড়িতে এসেছিলেন বিদ্যা। কিন্তু এত তাড়াতাড়ি এই কারণে আবার তাঁকে গৌতম হালদারের বাড়ি আসতে হবে, এটা তিনি কল্পনা করতে পারেননি। বিদ্যা জানান, কয়েক সপ্তাহ আগেই নতুন একটা ছবির কিছুটা গল্প শুনিয়েছিলেন গৌতম। বলেছিলেন মুম্বই গিয়ে বাকিটা শোনাবেন। কিন্তু তা অসম্পূর্ণ থেকে গেল। 

‘ভালো থেকো' ছবিটি ২০০৩ সালে মুক্তি পায়। ছবিতে অভিনয় করেছিলেন বিদ্যা বালন, সৌমিত্র চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, দেবশঙ্কর হালদার প্রমুখ। সেরা অডিয়োগ্রাফি, সেরা সিনেমাটাগ্রাফির জাতীয় পুরস্কার-সহ বিশেষ জুরি পুরস্কারও পেয়েছিল এই ছবি। সিনেমার পাশাপাশি নাট্যজগতেও দাপটের সঙ্গে কাজ করেছেন গৌতম।

Around The Web

Trending News

You May like