গোপনে সহবাস? বিয়ের আগে মধ্যরাতে ক্যাটের বাড়িতে হানা ভিকির!

গোপনে সহবাস? বিয়ের আগে মধ্যরাতে ক্যাটের বাড়িতে হানা ভিকির!

মুম্বই: বলিউডে কান পালতেই এখন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের গুঞ্জন৷ ডিসেম্বরেই রূপকথায় বিয়ে সারতে চলেছেন ভিকি-ক্যাট৷ কিন্তু বিয়ের আগেই ক্যাটরিনার বাড়ির বাইরে দেখা মিলল ভিকির৷ গভীর রাতে ক্যাটের ফ্ল্যাটে কী করছিলেন অভিনেতা? 

আরও পড়ুন- ওমা! এত বড় স্তনবৃন্ত নিকের? ছবি ফাঁস হতে কী করলেন প্রিয়াঙ্কা?

ভিকি

যদিও এই প্রথম নয়৷ মাঝেমধ্যেই গভীর রাতে ক্যাটের ফ্ল্যাটে হানা দেন ভিকি৷ হবু বউয়ের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতেই নাকি তিনি চলে আসেন মধ্য রাতে৷ বিয়ের আগেও ক্যাটের ফ্ল্যাটে দেখা গেল ভিকিকে। যা নিয়ে জল্পনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।তবে কি বিয়ের আগে সঙ্গমের নেশায় ছুটে আসছেন ভিকি?

ক্যাটরিনা

বলিউডের প্রথম সারির একাধিক হিরোদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন ক্যাট৷ সে কথা কারও অজানা নয়৷ তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গসিপ চলতেই থাকে৷ তবে সেই সকল সম্পর্ক এখন অতীত৷ আপাতত টল-ডার্ক হ্যান্ডসাম হিরোর গলাতেই মালা দিতে চলেছেন বলিউডের ‘চিকনি চামেলি’৷ ভিকি আর ক্যাটের সম্পর্ক নিয়েই সরগরম পেজ থ্রি৷ তাঁদের হাই প্রোফাইল বিয়ের দেখার অপেক্ষায় অগনিত ভক্ত৷ রাজকীয় আয়োজনে চারহাত এক হবে রাজপুত্র আর রাজকন্যের৷ 

ক্যাটরিনা

এদিকে, বিয়ের খবর নিয়ে যখন সরগরম টিনসেল টাউন তখন গভীর রাতে হবু বউ ক্যাটের বাড়িতে দেখা গেল ভিকি কৌশলকে৷ গভীর রাতে চুপিচুপি ক্যাটের সঙ্গে দেখা করে বেরনোর সময়েই পাপারাৎজিদের ক্যামেরায় বন্দি হলেন ভিকি৷ অভিনেতার গায়ে ছিল ধূসর টি শার্ট৷ চোখে কালো সানগ্লাস৷ 

 

ক্যাটরিনা ভিকি

অন্যদিকে, সোমবার দুপুরের শপিং করতে দেখা যায় ক্যাটরিনার মাকে। বিয়ের প্রস্তুতি যে জোরকদমে চলছে তা বেশ ভালোই বোঝা যাচ্ছে৷ জানা গিয়েছে মুম্বইয়ে বিয়ের রেজিস্ট্রেশন করাবেন ক্যাট-ভিকি৷ তার পর বিয়ে হবে রাজস্থানের রাজপ্রাসাদে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =