বাঙালি তরুণীর গানে মুগ্ধ লতা, মোৎসার্টের সুরে ভারতীয় ক্লাসিকালের অদ্ভুত মিশেল

বাঙালি তরুণীর গানে মুগ্ধ লতা, মোৎসার্টের সুরে ভারতীয় ক্লাসিকালের অদ্ভুত মিশেল

কলকাতা: কখনো মোৎসার্টের ফর্টিথ সিম্ফোনি শুনেছেন? ভায়োলিন বা সিন্থেসাইজারে মোৎসার্টের সুর শুনেছেন অনেকেই। কিন্তু ভারতীয় ক্লাসিকাল মিউজিক বা হিন্দুস্তানি ক্লাসিক্যাল শুনেছেন কখনো? ভাবতে পারেন যে হিন্দুস্থানি ক্লাসিক্যাল মিউজিকের সাথে পাশ্চাত্য সুরের মেলবন্ধন ঘটতে পারে? তা প্রমাণ করেছেন এক ভারতীয় কন্যা। তার গান টুইটারে শেয়ার করেছেন খোদ সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।

ভারতীয় ওই মেয়েটির ভিডিও লতা মঙ্গেশকর পোস্ট করেছেন টুইটারে। সেই সঙ্গে লিখেছেন ভিডিওটি তাকে কেউ একজন পাঠিয়েছে। মেয়েটির সরগম শুনে মুগ্ধ হয়ে গিয়েছেন লতাজি। তিনি মেয়েটিকে সোশ্যাল মাধ্যমেই দুহাতে প্রাণখুলে আশীর্বাদ করেছেন। প্রার্থনা করেছেন এমন প্রতিভা যার মধ্যে আছে সে যেন  অনেক দূর যেতে পারে । লতা মঙ্গেশকরের এই টুইট মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। অনেক এই মেয়েটির প্রতিভা দেখে প্রশংসা করেন। বিশেষ করে যারা গান-বাজনা ভালোবাসেন তাদের কাছে এই মেয়েটির এক আশ্চর্য প্রতিভা। অনেক নেটিজেন বলেছেন এমন প্রতিভাকে হেলায় হারানো উচিত না। মানুষের উচিত এদেরকে আরও বেশি করে সামনে আনা। এদেরকে সুযোগ দেওয়া। তাহলে ভারতীয় সংগীত, জগত সভায় শ্রেষ্ঠ আসন লাভ করবে।

এবার আসা যাক এই মেয়েটির পরিচয়ে। মেয়েটি কলকাতারই বাসিন্দা। নাম সমদীপ্তা মুখোপাধ্যায়। ছোটবেলা থেকে গান-বাজনা নিয়ে প্রচুর চর্চা করেন তিনি। গান তার অন্যতম ভালো লাগার বিষয়। গানের চর্চা তো চলেই। তা ছাড়া যখন ইচ্ছা হয় গুনগুন করে গান গেয়ে ওঠেন। এটিও সেভাবেই গাওয়া। ইচ্ছে হয়েছিল তাই গেয়েছিলেন আর রেকর্ড করেছিলেন। সেই রেকর্ডিং তিনি ছেড়ে দেন নেটদুনিয়ায়। তারপর বদলে যায় তার ভাগ্য। ভিডিও পৌঁছে যায় সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকার পর্যন্ত।

স্বনামধন্য এই গায়িকার আশীর্বাদে মুগ্ধ কলকাতার মেয়ে। তার বাবা-মা আত্মীয়-স্বজন সবাই আনন্দে আত্মহারা। গায়িকা শুভমিতা বন্দ্যোপাধ্যায় ছাত্রী সমদীপ্তা। তবে এর আগে স্মরজিৎ গুহরায়, রুম্পা বন্দ্যোপাধ্যায়, দেবজ্যোতি মিশ্রের মতো সঙ্গীতজ্ঞের কাছে তালিম নিয়েছেন। বেঙ্গল মিউজিক কলেজ থেকে শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে পড়াশোনা করছেন সমদীপ্তা।  বাড়িতে সংগীতের চর্চা নেই কিন্তু মেয়ের ইচ্ছেকে বরাবর প্রাধান্য দিয়ে এসেছেন বাবা-মা।আর এখন লতা মঙ্গেশকরের আশীর্বাদ পাওয়ার পর উৎসাহ বেড়ে গিয়েছে দ্বিগুণ। আনন্দ ধরছে না সমদীপ্তার। এবার তো তাকে শ্রেষ্ঠ হতেই হবে।