Aajbikel

প্রয়াত পদ্ম সম্মানে ভূষিত প্রবীণ সঙ্গীতশিল্পী বাণী জয়রাম, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

 | 
বাণী জয়রাম

কলকাতা: প্রয়াত বিশিষ্ট সঙ্গীত শিল্পী বাণী জয়রাম। বয়স হয়েছিল ৭৮ বছর৷ দিন কয়েক আগেই পদ্মভূষণে সম্মানিত হয়েছিলেন সঙ্গীতশিল্পী৷ শনিবার চেন্নাইয়ের নুনগামবাক্কামে নিজের বাসভবন থেকে উদ্ধার হয় বর্ষীয়ান শিল্পীর দেহ। তাঁর মৃত্যু ঘিরে দানা বাঁধছে রহস্য৷ বাণী জয়রাম মূলত দক্ষিণ ভারতের জনপ্রিয় গায়িকা হলেও, হিন্দি ছবিতে ‘বোলে রে পাপিহা’ গান তাঁকে সর্বভারতীয় খ্যাতি এনে দিয়েছিল। 

আরও পড়ুন- হবু বৌয়ের কোন স্বভাব না-পসন্দ তাঁর? বিয়ের আগে কিয়ারাকে নিয়ে কী বললেন সিড

তিন বছর আগে, ২০১৮ সালে মারা যান গায়িকার স্বামী জয়রাম৷ শনিবার বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর নিথর দেহ৷ কী ভাবে মৃত্যু হল সঙ্গীতশিল্পীর, তা খতিয়ে দেখা হচ্ছে৷ চেন্নাইয়ে ঐতিহ্যবাহী শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ কলিবাণী পরিবারে জন্ম হয় বাণী জয়রামের। বাবা ছিলেন দুরাইসামি আইয়েনগর এবং মা পদ্মাবতী। ১৯৭১ সালে প্রথম প্লেব্যাক করার সুযোগ আসে বাণী জয়রামের সামনে। জয়া বচ্চন অভিনীত ‘গুড্ডি’ ছবিতে প্রথম গান তাঁর৷ ১৯টি ভাষায় প্রায় ১০ হাজার গান গেয়েছেন দক্ষিণ ভারতের এই বর্ষীয়ান সঙ্গীতশিল্পী। চলতি বছরের ২৬ জানুয়ারি ভারত সরকার তাঁকে পদ্মভূষণে সম্মানিত করেন৷ কিন্তু, সেই সম্মানস্মারক হাতে পাওয়ার আগেই আকষ্মিক মৃত্যু ঘটল তাঁর৷ 

Around The Web

Trending News

You May like