প্রয়াত বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার

প্রয়াত বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার

d627049a4f59fdb785765c5dd2768aa5

মুম্বই প্রয়াত কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ মৃত্যু হয় তাঁর। দীর্ঘ দিন ধরেই বাধ্যর্ক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি৷ শ্বাসকষ্ট নিয়ে ভর্তি ছিলেন মুম্বইয়ের পিডি হিন্দুজা হাসপাতালের আইসিইউ-তে৷  আজ সকালে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮ বছর৷ শেষ সময়ে তাঁর পাশে ছিলেন স্ত্রী সায়রা বানু৷ তাঁর মৃত্যুতে বলিউড জুড়ে শোকের ছায়া৷  শোকাহত গোটা দেশ৷  

আরও পড়ুন- ‘আমি একজন ভারতীয় অভিনেতা’ অনুপমের পরিচয় শুনে কী প্রতিক্রিয়া ছিল লিওনার্দোর?

বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে শোকজ্ঞাপন করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ দিন কয়েক আগে দিলীপ-জায়া সায়রা বানু টুইটে লিখেছিলেন, ‘‘দিলীপ কুমার সাহেবের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই স্থিতিশীল। তবে এখনও তিনি আইসিইউ-তেই আছেন৷ আমরা চাই ওঁনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে৷ তবে চিকিৎসক এখনও অনুমতি দেননি৷ আপনার সকলে ওঁর জন্য প্রার্থনা করুন৷’’ এর আগে গত ৬ জুন হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে৷ ফুসফুসে অতিরিক্ত ফ্লুয়েড জমে গিয়েছিল তাঁর৷ সেই সময়  প্লিউরাল অ্যাসপিরেশন প্রক্রিয়ায় তাঁর চিকিৎসা হয়েছিল৷ এর পর ৩০ জুন ফের হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে৷ চিকিৎসক জলিল পারেকারের তত্বাবধানে ভর্তি হন তিনি৷ চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন অভিনেতা৷ কিন্তু শেষরক্ষা হল না৷ আর বাড়ি ফেরা হল না তাঁর৷ 

363e3dc9c4763af85b3e231d085ebb71

দীর্ঘ ছয় দশকের অভিনয় জীবন তাঁর৷ হিন্দি চলচ্চিত্র জগতে তাঁর অবদান অনস্বীকার্য৷ বলিউডে তিনি পরিচিত ছিলেন ‘ট্র্যাজেডি কিং’ হিসাবেই৷ দিলীপ কুমারের নাম উচ্চারিত হলেই আমাদের মনে পড়ে যায় ‘মুঘল-এ-আজম’, ‘গঙ্গা-যমুনা’, ‘দেবদাস’, ‘ক্রান্তি’র মতো কালজয়ী সিনেমার নাম৷ ১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে শেষবার সিলভার স্ক্রিনে দেখা গিয়েছিল তাঁকে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *