Varun Grover
মুম্বই: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডকে নিয়ে তৈরি প্যারোডি উপস্থাপনের ‘অপরাধে’ দেশের একাধিক রাজ্যে এফআইআর (FIR) দায়ের হয়েছে জনপ্রিয় কৌতুক শিল্পী কুণাল কামরার বিরুদ্ধে। গত মার্চে শিবসেনার বিভাজন প্রসঙ্গে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে ‘গদ্দার’ বলে নিজের প্যারোডির মাধ্যমে কটাক্ষ করেন কুণাল।
এরপরই মহারাষ্ট্র ও তামিলনাড়ুর একাধিক জায়গায় জনপ্রিয় এই কৌতুক শিল্পীর বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ। এমনকি কুণাল কামরার অনুষ্ঠানস্থল খারের হ্যাবিট্যাট কমেডি ক্লাবে ভাঙচুর চালানোর অভিযোগও ওঠে শিন্ডে সমর্থকদের বিরুদ্ধে। তীব্র বিতর্কের মাঝেই জনপ্রিয় এই কৌতুক শিল্পীর পাশে দাঁড়িয়ে এবার নিজের কমেডির মাধ্যমেই পরোক্ষভাবে শিন্ডে সমর্থকদের কটাক্ষ করলেন জনপ্রিয় গীতিকার, চলচ্চিত্র নির্মাতা এবং কৌতুক অভিনেতা বরুণ গ্রোভার।
Varun Grover, Kunal Kamra
‘নাথিং মেকস সেন্স’ কমেডি ট্যুরের সর্বশেষ স্ট্যান্ডআপ কমেডি গিগে কুণাল কামরা সহ বেশ কয়েকটি চলমান বিতর্ক প্রসঙ্গ এদিন উত্থাপন করেন বরুণ। সাম্প্রতিক সময়ে কৌতুক অভিনেতাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও গ্রেফতারির প্রসঙ্গে পরোক্ষভাবে সরকারের সমালোচনাও করেন জনপ্রিয় এই স্ট্যান্ড আপ কমেডিয়ান।
Comedian Varun Grover takes a dig at Kunal Kamra controversy
কুণাল কামরার অনুষ্ঠানস্থল ভাঙচুরেরের প্রসঙ্গের প্রেক্ষিতে তাৎপর্যপূর্ণভাবে বরুণ বলেন, ‘These are jokes. Venue ki isme koi galti nahin hai. Meri bhi nahi hai. Humare time ki hai. If offended, break a clock.’ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় – ‘এগুলো সবই কৌতুক। এতে জায়গার (Venue) কোনও দোষ নেই। দোষ আমাদের সময়ের। যদি বিরক্ত হন, তাহলে ঘড়ি ভাঙুন।’
অন্যদিকে, মাদ্রাজ হাইকোর্টের পর গতকাল কমেডিয়ান কুণাল কামরাকে বেশকিছুটা স্বস্তি দিয়েছে বোম্বে হাইকোর্টও। মামলার শুনানিতে বুধবার বোম্বে হাইকোর্টের বিচারক জানান, মামলার চূড়ান্ত রায় ঘোষণা না হওয়া পর্যন্ত গ্রেফতার করা যাবে না কুণাল কামরাকে। যাবতীয় দিক বিচার করে দেখা যাচ্ছে এই মুহূর্তে কুণাল কামরাকে গ্রেফতারির প্রয়োজন নেই।
Zaheer Khan: ভিনধর্মে বিয়ে! জাহির খানের হাতে কন্যাকে তুলে দেওয়া নিয়ে কী বলেছিলেন বাবা-মা?
Mahindra Thar XUV: নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে Mahindra XUV700 ও Thar
চাকরি বাতিল মামলায় সুপ্রিম স্বস্তি রাজ্যের, ৩১ ডিসেম্বর পর্যন্ত বড় নির্দশ
WBJEE 2025: অ্যাডমিট কার্ড প্রকাশ আজ, জানুন কীভাবে ডাউনলোড করবেন
JEE Main result: রেজাল্ট লাইভ! স্কোর দেখবেন যেভাবে