করোনায় আক্রান্ত বরুণ ধাওয়ান, ইনস্টাগ্রামে জানালেন অভিনেতা

মুম্বই: করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বরুণ ধাওয়ান। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে একথা জানালেন অভিনেতা নিজেই। 

 

মুম্বই: করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বরুণ ধাওয়ান। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে একথা জানালেন অভিনেতা নিজেই। 

করোনার মধ্যে সংক্রমণ এড়াতে লকডাউনে বন্ধ হয়ে গিয়েছিল শুটিং। কিছুদিন আগে শুরু হয়েছে শুটিং। আর তখনই ‘যুগ যুগ জিও’ ছবির শুটিং শুরু করেন বরুন। পাশাপাশি চলছিল ‘কুলি নম্বর ওয়ান’-এর প্রোমোশন। শুটিংয়ের মধ্যেই করোনা আক্রান্ত হয়ে পড়েন অভিনেতা বরুণ ধাওয়ান। সোমবার ইনস্টাগ্রামে বরুণ লেখেন, “আমি করোনার মধ্যে কাজে ফিরেছি। করোনার সংস্পর্শে এসেছি। প্রোডাকশনের তরফে সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু কোনও কিছু্ই নিশ্চিত নয়। করোনা তো নয়ই। তাই বলছি অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন। আমার আরও সতর্ক থাকা উচিত ছিল। আমি আরোগ্য কামনার মেসেজগুলো পেয়েছি। আমি প্রতিদিন সুস্থ হয়ে উঠছি।”

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘কুলি নম্বর ১’-এর ট্রেলার। নেটদুনিয়ায় এর মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। কারও কারও গোবিন্দা ও করিশ্মা কাপুরের ‘কুলি নম্বর ১’-এর রিমেক্স এই ছবি। এখানে গোবিন্দার চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান আর করিশ্মা কাপুরের জায়গায় অভিনয় করেছেন সারা আলি খান। ইতিমধ্যে ছবির ট্রেলারের পাশাপাশি গানও মুক্তি পেয়েছে। বরুণ ও সারার জুটি যেমন মানুষের পছন্দ হয়েছে তেমন অনেকে সমালোচনাও করেছেন। এই মাসের শেষেই মুক্তি পাবে ‘কুলি নম্বর ১’। তবে ভার্চুয়ালি। ২৫ ডিসেম্বর অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে ছবিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 6 =