বন্দিদশা কাটিয়ে প্রথম মেকআপ বাণীর, অক্ষয়ের অপেক্ষায় তৈরি অভিনেত্রী

বন্দিদশা কাটিয়ে প্রথম মেকআপ বাণীর, অক্ষয়ের অপেক্ষায় তৈরি অভিনেত্রী

 

মুম্বই: করোনা রুখতে লকডাউনের দীর্ঘ সময়ে বাণী কাপুর কোনও রকম মেক-অভার ব্যবহার করেননি৷ বলিউডের অন্যতম ব্যস্ত নায়িকার মুখের জৌলুস ফেরাতে তিনি নিজেই তাঁর মুখবৈচিত্রকেও বন্দি রেখেছিলেন৷ সস্প্রতি তিনি অক্ষয় কুমারের সাথে ‘বেল বট্ম’ ছবির শ্যুটিং শুরু করতে চলেছেন৷ তাই আবার নিজের ঔজ্জ্বল্যকে ফিরিয়ে এনে মাঠে নেমে পড়েছেন বাণী৷

শ্যুটিংয়ের জন্য সব সময়েই বিভিন্ন কৃত্রিম প্রোডাক্ট ব্যবহার করতে হয়, তাতে করে ত্বকের অনেক ক্ষতি হয়, তাই যখন সময় পাওয়া গেছে, প্রাকৃতিক উপায়ে নিজের ত্বককে খুশি করার, সেই সুযোগ কোনভাবেই খোয়াতে চাননি বাণী৷ এতদিন পর কাজ শুরু করতে পেরে তিনি যেমন খুশি তেমনই তিনি তাঁর ত্বকের যত্ন নিয়ে সদা সচেতন৷ বলেন, এই দীর্ঘ লকডাউনের পর কাজ শুরু করার কথা হতে  উত্তেজনা অনুভব করছেন৷

‘বেল বাটমে’র প্লটের ওপর নির্ভরশীল, তিনি জানান এই ছবি ভারতের একজন মুক্তিযোদ্ধার ওপর তৈরি৷ ছবির পরিচালনা করছেন রজ্ঞিত এম তিওয়ারি৷ এই ছবি আগামী বছর মুক্তি পাবে, ছবির স্ক্রিপ্ট লিখেছেন অসীম আরোরা এবং পারভেজ শেখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + fifteen =