রাজনীতিতে ফিরছেন উর্মিলা! এবার শিব সেনার হয়ে বিধান পরিষদে অভিনেত্রী

মুম্বই: ফের রাজনীতিতে এলেনন অভিনেত্রী উ্মিলা মাতন্ডকর। গত বছর লোকসভা নির্বাচনের ঠিক আগে তিনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন। প্রার্থীও হয়েছিলেন তিনি। কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায় হেরে গিয়েছেন উর্মিলা। আর তারপরই দল ছেড়ে দেন তিনি। কংগ্রেসের বিরুদ্ধে তিনি দলাদলির অভিযোগ এনেছিলেন। এও বলেছিলেন, সম্ভব বলে মানুষকে সাহায্য করতে ও মানুষের পাশে দাঁড়াতে চান। কথা মতোই রাজনীতিতে ফিরছেন উর্মিলা। শোনা যাচ্ছেমহারাষ্ট্রে কংগ্রেসের শরিক দল শিব সেনায় যোগ দিতে পারেন অভিনেত্রী।

মুম্বই: ফের রাজনীতিতে এলেনন অভিনেত্রী উ্মিলা মাতন্ডকর। গত বছর লোকসভা নির্বাচনের ঠিক আগে তিনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন। প্রার্থীও হয়েছিলেন তিনি। কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায় হেরে গিয়েছেন উর্মিলা। আর তারপরই দল ছেড়ে দেন তিনি। কংগ্রেসের বিরুদ্ধে তিনি দলাদলির অভিযোগ এনেছিলেন। এও বলেছিলেন, সম্ভব বলে মানুষকে সাহায্য করতে ও মানুষের পাশে দাঁড়াতে চান। কথা মতোই রাজনীতিতে ফিরছেন উর্মিলা। শোনা যাচ্ছেমহারাষ্ট্রে কংগ্রেসের শরিক দল শিব সেনায় যোগ দিতে পারেন অভিনেত্রী।

জানা গিয়েছে উর্মিলাকে কোটার মাধ্যমে বেছে নিয়েছেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। মহারাষ্ট্রের বিধান পরিষদে প্রার্থী হিসেবে রাজ্যের শাসক দল শিব সেনা তাঁকে বেছে নিয়েছে। দলের মুখপাত্র সঞ্জয় রাউত বলেছেন, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এ নিয়ে উর্মিলার সঙ্গে কথাও বলেছেন। অভিনেত্রীও অরাজি হননি। প্রার্থী হতে রাজি হয়েছেন তিনি। রাজ্যের বিধান পরিষদের উচ্চ কক্ষের জন্য ভগৎ সিং কোশিয়ারির কাছে ১২ জনের নামের তালিকা জমা দিতে পারে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট সরকার। সেখানেই শোনা যাচ্ছে উর্মিলার নাম থাকবে। এমনও শোনা যাচ্ছিল যে কংগ্রেসের পক্ষ থেকেই অভিনেত্রীর নাম দেওয়া হবে। কিন্তু লোকসভা নির্বাচনেরর পর উর্মিলা কংগ্রেস ছেড়ে দেন। ফলে তা আর সম্ভব হয়নি। সেই সুযোগটাই কাজে লাগায় শিব সেনা। অভিনেত্রীর নাম বিধান পরিষদের জন্য রাজ্যপালের কাঠে পাঠানোর সিদ্ধান্ত নেয় তারা।

সম্প্রতি উর্মিলা মাতন্ডকরকে কঙ্গনা রানাউত ‘সফট পর্নস্টার’ বলে কটাক্ষ করেছিলেন। তখন অনেকেই কঙ্গনার বিরুদ্ধে তোপ দেগেছিলেন। পাশে দাঁড়িয়েছিলেন উর্মিলার। সেই অনুভূতিটারই সম্ভবত রাজনীতিতে প্রতিফলন চায় শিব সেনা। তাই উর্মিলাকেই সামনে রেখে বিধান পরিষদ সাজানোর পরিকল্পনা করছে তারা। শুধু তাই নয়। এ ছাড়াও একাধিক কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে। মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করার পর কঙ্গনার বিরুদ্ধাচরণ শুরু হয়। তখন অভিনেত্রীকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়। এই নিয়েও প্রশ্ন তুলেছিলেন উর্মিলা। কঙ্গনা যখন জয়া বচ্চনের সমালোচনা করেছিলেন, তার বিরুদ্ধেও মুখ খুলেছিলেন ‘রঙ্গিলা গার্ল’। সব মিলিয়ে এই আবেগের সলতেতে আগুন দিতে চাইছে শিব সেনা। তাই বিধান পরিষদে তাদের দলের হয়ে উর্মিলার নামই রাজ্যপালের কাছে পাঠানো হবে বলে মহারাষ্ট্রের শাসক দলের তরফে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =