Aajbikel

ফের উদ্ভট চমক! কালো অন্তর্বাসের উপর সেফটি পিনের পোশাকে শরীর ঢাকলেন উরফি

 | 
উরফি

মুম্বই: ‘বিগ বস’ ওটিট প্ল্যাটফর্ম থেকে জার্নি শুরু তাঁর৷ এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি৷ ‘বিগ বস’ থেকে খ্যাতির যাত্রা শুরু হলেও, তিনি সবচেয়ে বেশি চর্চায় থেকেছেন উদ্ভট পোশাকের জন্য৷ অচেনা আদবকায়দায় নিজেকে সাজাতে পটু উরফি৷ তবে এর জন্য কম কটাক্ষও শুনতে হয় না তাঁকে৷  তাতে অবশ্য কেয়ার নেই তাঁর৷

আরও পড়ুন- খুশির মধ্যেই বিপত্তি! সোনম-আনন্দের বাড়ি থেকে চুরি ২ কোটি টাকার সম্পত্তি

উরফি


কখন গলার চেনের জটে বক্ষ ঢেকে, কখনও আবার পিঠ খোলা ব্রালেটে নিজেকে মেলে ধরেছেন উরফি৷ তবে তিনি যে অন্তর্বাস পরা একেবারেই পছন্দ করেন না, তা তাঁর ভক্তরা বিলক্ষণ জানেন৷ সম্প্রতি আরও একবার শিরোনাম কেড়েছেন তিনি৷ গুচ্ছ সেপটি পিনে শরীর ঢেকে ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়া সেনশেসন উরফি যাদব৷ তবে এবার তিনি অন্তর্বাস পরতে ভোলেননি৷ একেবারে সেফটি পিনের পোশাক পরে নাচের ভিডিয়ো পোস্ট করেছেন উরফি৷ যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ ওই ভিডিয়োর সঙ্গে লেখা থেকেই জানা যায়, তিনি এবং তাঁর সহকর্মীরা তিনদিন ধরে এই পোশাক তৈরি করেছেন৷ 


সম্প্রতি পর্ন ছবি বিতর্কে জড়িয়েছিলেন উরফি৷ তাঁর বিরুদ্ধে নীলছবিতে অভিনয়ের অভিযোগ উঠেছিল৷ শুধু অভিনয়ই নয়, শ্যুটিং করতে গিয়ে হাতেনাতে ধরাও পরেন তিনি৷ তবে সেখানে ছিল ছোট্ট টুইস্ট৷ উরফির সঙ্গে মজা করার জন্য এক পরিচালক ও কয়েকজন অভিনেতা এই প্ল্যান সাজিয়েছিলেন৷ যা দেখে মনে হয়েছিল উরফি নীলছবির শ্যুটিং করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন। ভিডিয়োটি নেটমাধ্যমে ভাইরালও হয়ে যায়৷ ওই ভিডিয়োটি দেখার পর উরফির অনুগামীদের অনেকেই বলেছিলেন, এই মজার ব্যাপারটা নিজেও জানতেন অভিনেত্রী৷ 

Around The Web

Trending News

You May like