Aajbikel

গিঁট বাঁধা জামায় উন্মুক্ত বক্ষের একাংশ, উরফির ক্লিভেজে চোখ আটকে নেটিজেনদের

 | 
উরফি

মুম্বই:  উরফি মানেই টানটান উত্তেজনা৷ শরীর চুঁইয়ে পরা উষ্ণতার ঝড়৷ কী ভাবে ভক্তদের রাতের ঘুম ওড়াতে হয়, তা বেশ ভালোই জানেন সোশ্যাল মিডিয়া সেনশেসন উরফি জাভেদ৷ ফের সোশ্যাল মিডিয়ায় হট ছবি পোস্ট করে আগুন জ্বালালেন অভিনেত্রী৷ ইনস্টাগ্রামে তাঁর লাস্যময়ী ছবি দেখে কুপোকাত ভক্তরা৷ ছবির পরতে পরতে উপচে পরেছে ভরা যৌবনের ছটা৷ সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই ভাইরাল৷ কয়েক ঘণ্টার মধ্যে উপচে পড়ল লাইক কমেন্টের ঝড়৷

আরও পড়ুন- ন্যুড পোশাকে স্পষ্ট গোপনাঙ্গ, উরফির ভিডিয়ো দেখে ভিড়মি খেলেন নেটিজেনরা

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এক গুচ্ছ ছবি পোস্ট করেছেন বলিউড সেনসেশন উরফি জাভেদ৷ সেখানে তাঁকে দেখা গিয়েছে আকাশি রঙের ছোট পোশাকে৷ উন্মুক্ত বুকের খাঁজ৷ হবে নাই বা কেন? জামার সামনে শুধু একটা গিঁট বাধা। বক্ষের একাংশই একেবারে উন্মুক্ত৷ এহেন খোলামেলা পোশাকে উরফিকে দেখে অনেক পুরুষেরই ঘাম ছুটেছে৷ শরীর জুড়ে যৌন আবেদন যেন উপচে পড়ছে। তার রূপের আগুনে পুড়ে ছাই অনুরাগীরা৷ 


বলে রাখা ভালো, উরফি কিন্তু একেবারেই অন্তর্বাস পরতে ভালোবাসেন না৷ বেশিরভাগ সময়েই অন্তর্বাস না পরে  প্রকাশ্যে চলে আসেন৷ পাপারাৎজির ক্যামেরায় পোজও দেন৷ এবারও তার অন্যথা হল না। অন্তর্বাস ছাড়া নয়া স্টাইল স্টেটমেন্টে ঝড় তুললেন উরফি জাভেদ। 

উরফি


কানে বড় দুল, বুকচেরা পোশাকে উরফিকে দেখে ঝড় উঠেছে নেটপাড়ায়। গিঁট বাঁধা পোশাকে উরফির বক্ষে চোখ আটকে নেটিজেনদের। তবে এই প্রথম নয়৷ উদ্ভট পোশাকের জন্য বরাবরই চর্চায় উরফি৷ যৌন আবেদন বাড়িয়ে তুলতে সিদ্ধহস্ত সোশ্যাল মিডিয়া সেনসেশন। তিনি যে সকলের চেয়ে আলাদা তা ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন উরফি। পোশাক নিয়ে বারবার ট্রোলড হতে হলেও তাতে তিনি ডোন্ট কেয়ার৷  তাই তো বারবার ধরা দেন বোল্ড অবতারে৷   


 

Around The Web

Trending News

You May like