Aajbikel

দড়ি বাঁধা পোশাকে স্পষ্ট নাভি থেকে বুকের খাঁজ, উরফির উষ্ণতায় কাবু নেটপাড়া

 | 
উরফি

মুম্বই: উরফি জাভেদ মানেই হট সেনশেসন৷ সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড করেন তিনি৷ তাঁকে ঘিরে সর্বদাই সরগরম থাকে পেজ থ্রি’র পাতা৷ উদ্ভট পোশাকের জন্য কেড়ে নেন সংবাদ শিরোনাম৷ এর জন্য কম ট্রোলডও হতে হয় না তাঁকে৷ তবে উরফির শরীরী উষ্ণতায় বুঁদ নেটপাড়া৷ 

আরও পড়ুন- ঘিরে ধরেছিল জনতা! জুতো হাতে জোড় দৌড় অন্তঃসত্ত্বা পরীমণির, হলটা কী?

উরফি


বিগ বস ওটিটি-র দৌলতে ফিরেছে উরফি জাভেদের ভাগ্যের চাকা৷ যদিও খুব বেশি দিন ওই শোয়ে ছিলেন না তিনি৷ তবে বিগ বসের ঘর থেকে বেরতেই তিনি ফেমাস৷ তাঁর পিছনে সর্বদাই ঘুরছে পাপারাৎজিরা৷ আরও একবার নিজের মেজাজে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা দিলেন উরফি জাভেদ৷ তাঁর সিজলিং অবতার দেখে চোখ ছানাবড়া নেটিজেনদের৷ বাদামী রঙের অফ শোল্ডার পোশাকে ঝড় তুললেন উরফি জাভেদ। এবারও ধরা দিলেন অন্তর্বাস ছাড়াই৷ পোশাকের সামনে আর পিছনে দড়ি বাঁধা। দড়ির আড়ালে স্পষ্ট বক্ষবিভাজিকা থেকে শুরু করে নাভি। 


উরফি যে অন্তর্বাস পরতে একদমই ভালোবাসেন না, তা কারও অজানা নয়৷ অন্তর্বাস ছাড়াই খোলামেলা পোশাকে হট পোজ দেন পাপারাৎজিদের ক্যামেরায়৷ বাদামী পোশাকটিও তাঁর ব্যতিক্রন নয়৷ সামনে পিছনে শুধুই দড়ির আবরণ৷ উন্মুক্ত উরু চুইয়ে পড়ছে উষ্ণতা৷ তাঁর নয়া ছবি দেখে ঘাম ছুটেছে নেটপাড়ায়৷ উদ্ভট পোশাকে আরও একবার শিরোনামে তিনি৷ ধেয়ে এসেছে কটাক্ষও৷ এক নেটিজেন বলেছেন, ‘জুতোর ফিতে দিয়ে বানানো নাকি?’ আবার একজন লিখেছেন, ‘এই পোশাক যে বানিয়েছে, সেই ডিজাইনারের সঙ্গে আমি সবার আগে দেখা করতে চাই’। আবার আরেজন লিখেছেন, ‘এর দর্জিকে ইউক্রেনে পাঠাও ভাই। পিছনে দুই-একটা মিসাইল পড়বে৷ তবেই এসব বন্ধ হবে।’ কারও কথায়, ‘দড়িটা একটু খুলে গেলে তো সব শেষ’৷ 

উরফি


তবে ট্রোলারদের নিয়ে কোনও দিনই মাথাব্যাথা নেই উরফির৷ স্বাধীনভাবে পোশাক পরতেই ভালোবাসেন তিনি৷ উরফি মনে করেন পোশাকের কারণে বড় বড় তারকারাও সংবাদ শিরোনামে থাকেন। আর তাঁর কাটাছেড়া পোশাক, শরীরী উষ্ণতা জমিয়ে উপভোগ করেন ভক্তরাও । 

Around The Web

Trending News

You May like