Aajbikel

যৌন চাহিদা মেটাতে একাধিক নারীসঙ্গ শীজানের! তুনিশার সঙ্গে কী কী করতেন, বিস্ফোরক অভিনেত্রীর মা

 | 
তুনিশা

মুম্বই: হিন্দি টেলিপর্দার অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যু নিয়ে ক্রমেই দানা বাঁধছে রহস্য৷ অভিযোগ, পাল্টা অভিযোগের মধ্যেই অভিনেত্রীর প্রেমিক শীজান খানকে গ্রফতার করেছে পুলিশ৷ গত ২৪ ডিসেম্বর শ্যুটিং চলাকালীন সিরিয়ালের সেটেই ওয়াশরুমের মধ্যে আত্মঘাতী হন ২০ বছর বয়সী এই অভিনেত্রী৷ তাঁর মায়ের দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মেয়েকে ঠকিয়েছেন শীজান৷ এবার চাঞ্চল্যকর তথ্য তুলে ধরলেন তুনিশার ঘনিষ্ঠ বান্ধবী রায়া লাবিব৷ তাঁর দাবি, একাধিক মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল শীজানের৷ এবং সে কথা জানতে পেরে গিয়েছিলেন তুনিশা৷ তার জেরেই হয়তো ব্রেক আপ৷ 

আরও পড়ুন- ফেব্রুয়ারিতে কলকাতায় অরিজিৎ সিংয়ের শো নিয়ে জটিলতা, শো হবে তো?

রায়ার আরও দাবি, শীজানের প্রকৃত রূপ জেনে যাওয়ার পরই হতাশ হয়ে পড়েছিলেন তুনিশা৷ নিজের যৌন চাহিদা মেটাতে একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল শীজানের৷ এবং শুধুমাত্র যৌন চাহিদা মেটাতেই মেয়েদের সঙ্গে সম্পর্কে জড়াত ও৷ তুনিশাও ব্যতিক্রম ছিলেন না৷ যৌন লালসা মেটাতে ভালোবাসা আর প্রতিশ্রতির নামে মেয়েদের ঠাকানো ছিল শীজানের স্বভাব।  রায়া আরও জানান, তুনিশা সম্প্রতি শীজানের একাধিক সম্পর্কের কথা জানতে পেরে গিয়েছিলেন। এ বিষয়ে দু’জনের মধ্যে কথাও হয়৷ কিন্তু, শীজান সাফ জানিয়ে দেন, তিনি তুনিশার সঙ্গে ব্রেক আপ করে নিয়েছেন৷ ফলে উত্তর দিতে বাধ্য নন৷ শীজানের সঙ্গে ব্রেক আপের পরেই হতাশা গ্রাস করে তুনিশাকে৷ তাঁর সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট চলছিল বলেও জানান রায়া৷

 
রায়ার কথায়, ‘শীজানের সুপরুষ চেহারা ও স্বভাবের জন্য খুব সহজেই মেয়েরা তাঁর প্রেমে পড়ে যেত। আর শুধুমাত্র সেক্সের জন্যই ও সম্পর্কে জড়াত। আমার মনে হয় তুনিশা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। ওষুধ খেয়ে অ্যাবরশন করেন।’

তুনিশার মৃত্যুর তদন্তে নেমে পুলিশ জানতে পারে দিন ১৫ আগেই বিচ্ছেদ হয়েছিল তুনিশার৷ অভিনেত্রীর মা বনিতা শর্মা বলেন, ‘‘আমার মেয়েকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল শীজান৷ পরে সম্পর্ক ভেঙে দেয় ও। শুধু তাই নয়, ও অন্য মহিলার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই তুনিশার সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। ৩-৪ মাস ধরে আমার মেয়েকে লাগাতার ব্যবহার করেছে৷ আমি চাই ওর শাস্তি হোক, ও যাতে ছাড়া না পায়।’’


তুনিশার মায়ের অভিযোগের ভিত্তিতেই শীজানের বিরুদ্ধে ওয়ালীব থানায় ৩০৬ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। আপাতত ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷ রবিবার সন্ধ্যায় মুম্বইয়ে শেষকৃত্য সম্পন্ন হয় তুনিশার। অন্যদিকে, এই ঘটনায় ‘লাভ জিহাদ’-এর যোগ থাকতে পারে বলে উল্লেখ করেছেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদম৷ 


 

Around The Web

Trending News

You May like