Aajbikel

সাদা পোশাকে স্পষ্ট ব্রা-এর কাপ, উন্মুক্ত ক্লিভেজে সাগর পাড়ে উষ্ণতা বাড়ালেন তনুশ্রী

 | 
তনুশ্রী

কলকাতা: বয়স ৪০ ছুঁই ছুঁই৷ তবে এখনই বিয়ের পিড়িতে বসতে রাজি নন তনুশ্রী। এখন তাঁর ঝুলিতে একের পর এক কাজ। টলিউডের গন্ডি পেরিয়ে বলিউডে পা রেখেছেন বঙ্গ তনয়া তনুশ্রী চক্রবর্তী। ইতিমধ্যে বেশ খানিকটা শুটিংও সেরে ফেলেছেন অভিনেত্রী। সানি দেওলের বিপরীতে দেখা যাবে তাঁকে। তনুশ্রীকে নিয়ে টলি পাড়ায় এখন জোড় চর্চা৷ 

আরও পড়ুন- প্রকাশ্যে আদরে -চুম্বনে ভরালেন মধুমিতা! কে এই ভাগ্যবান ব্যক্তি? ভাইরাল ভিডিয়ো


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তনুশ্রী৷ সেখানে বোল্ড অবতারে ধরা দিয়েছেন বঙ্গ তনয়া৷ সাগরপাড়ে বোল্ড অ্যাটায়ারে ছবি পোস্ট করতেই উত্তাপ বেড়েছে নেটপাড়ায়। সেখানে দেখা গিয়েছে, চারিদিকে নীল জলরাশি৷ মাঝখানে সাদা পোশাকে দ্যুতি ছড়াচ্ছেন তনুশ্রী। পোশাকের আড়ালে উঁকি দিচ্ছে ব্রা-এর কাপ। বক্ষ-বিভাজিকা উন্মুক্ত করে ভক্তদের রাতের ঘুম উড়িয়েছেন তনুশ্রী। তাঁর হট অ্যান্ড বোল্ড ছবি দেখে হৃদকম্পন বেড়েছে অনুরাগীদের। শীতের মরশুমে তিনি যেন একরাশ উষ্ণতা৷ 


বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র, সে কথা বারেবারেই প্রমাণ করেছেন টলি তারকা তনুশ্রী চক্রবর্তী। তাঁর বয়স যেন বাড়ছেই না৷ তবে সম্পর্ক নিয়ে কোনও লুকোছাপা নেই তাঁর। দীর্ঘদিন ধরে ব্যবসায়ী রাজকুমার গুপ্তার সঙ্গে প্রেম করছিলেন অভিনেত্রী। তবে সেই প্রেমে ভাঙন ধরেছে বলেই কানাঘুষো। কারণ এই মুহূর্তে বিয়ের পিঁড়িতে বসতে নাকি আপত্তি রয়েছে নায়িকার৷ 

Around The Web

Trending News

You May like