এবার নাগা সন্নাসী হলেন সইফ

মুম্বই : বেশ কয়েকমাস পর ফের বড় পর্দায় লিড রোলে দেখা যাবে সাইফ আলি খানকে। এবার এক নাগা সন্নাসীর ভূমিকায় তাঁকে দেখবেন দর্শকরা। সিনেমার নাম ‘লাল কাপ্তান’, যেটি আগামী ৬ সেপ্টেম্বর রিলিজ করবে। সম্প্রতি ছবিটির প্রযোজক সংস্থা ইরোজ নাও লাল কাপ্তানের পোস্টার প্রকাশ করেছে। পোস্টারটিতে দেখা যাচ্ছে মুখে ভষ্ম ও কপালে লাল তিলক দেওয়া সাইফের

এবার নাগা সন্নাসী হলেন সইফ

মুম্বই : বেশ কয়েকমাস পর ফের বড় পর্দায় লিড রোলে দেখা যাবে সাইফ আলি খানকে। এবার এক নাগা সন্নাসীর ভূমিকায় তাঁকে দেখবেন দর্শকরা। সিনেমার নাম ‘লাল কাপ্তান’, যেটি আগামী ৬ সেপ্টেম্বর রিলিজ করবে। সম্প্রতি ছবিটির প্রযোজক সংস্থা ইরোজ নাও লাল কাপ্তানের পোস্টার প্রকাশ করেছে। পোস্টারটিতে দেখা যাচ্ছে মুখে ভষ্ম ও কপালে লাল তিলক দেওয়া সাইফের এক ভয়াল ছবি।

ক্যাপশন থেকেই বোঝা যাচ্ছে এক নাগা সন্নাসীর বর্ণময় জীবনের গল্পই ফুটে উঠবে গল্পে। ‘রাখ সে জন্মা, রাখ হো জানে কো’, টানটান উত্তেজনার এই ছবিতে থাকছে ড্রামা, শঠতা ও বদলা নেওয়ার কাহিনী। এনএইচ-১০ খ্যাত পরিচালক নভদীপ সিং এই ছবিকে এগিয়ে নিয়ে গিয়েছেন সাইফের সাবলীল অভিনয়ের কথা মাথায় রেখেই। প্রযোজক সংস্থার দাবি এই ধরনের সিনেমা বলিউডে আগে কখনো হয়নি, আর সাইফ যান নিজেকেই ছাপিয়ে গিয়েছেন অভিনয়ে। ফলে আগামী সেপ্টেম্বরে লাল কাপ্তান যে পর্দা কাঁপাবে সেটা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + four =