এবার পুজোয় বড়পর্দায় প্রত্যাবর্তন ঘটছে ‘কাকাবাবু’র

সামনের বছরের পুজোর প্ল্যান কী করবেন ভাবেননি তো! কিন্তু পুজোয় কোন সিনেমাটা দেখবেন তা এ বার নিশ্চিত করে ফেলতে পারেন। পরের বার পুজোয় ফের প্রেক্ষাগৃহে দেখা যাবে বাঙালির প্রিয় ‘কাকাবাবু’কে। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় পরিচালক সৃজিৎ মুখার্জী তৈরি করছেন ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। আদতে সিনেমাটির প্লটটি ভাবা হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ গল্পের উপরে

এবার পুজোয় বড়পর্দায় প্রত্যাবর্তন ঘটছে ‘কাকাবাবু’র

সামনের বছরের পুজোর প্ল্যান কী করবেন ভাবেননি তো! কিন্তু পুজোয় কোন সিনেমাটা দেখবেন তা এ বার নিশ্চিত করে ফেলতে পারেন। পরের বার পুজোয় ফের প্রেক্ষাগৃহে দেখা যাবে বাঙালির প্রিয় ‘কাকাবাবু’কে। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় পরিচালক সৃজিৎ মুখার্জী তৈরি করছেন ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। আদতে সিনেমাটির প্লটটি ভাবা হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ গল্পের উপরে ভিত্তি করে। কাকাবাবু সিরিজের এটিই তিন নম্বর সিনেমা।

এবার পুজোয় বড়পর্দায় প্রত্যাবর্তন ঘটছে ‘কাকাবাবু’রমুখ্য চরিত্র কাকাবাবু তথা রাজা রায়ের ভূমিকায় আগের মতোই থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সন্তুর চরিত্রে ভাবা হয়েছে অভিনেতা আরিয়ান ভৌমিককে। এ ছাড়াও বিশেষ চরিত্রে দেখা যাবে ‘একেন বাবু’ ওয়েব সিরিজ খ্যাত অভিনেতা অনির্বাণ চক্রবর্তীকে। সিনেমার শ্যুটিংয়ের অনেকটাই হবে কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার গভীর জঙ্গলে। আপাতত শ্যুটিংয়ের প্ল্যান করতে খুবই ব্যস্ত পরিচালক সৃজিৎ মুখার্জী। তিনি বললেন, ‘‘কাকাবাবু সিরিজের সিনেমাগুলো সব সময়ে বক্স অফিসের রেকর্ড ভেঙে দেয়। আমি নিশ্চিত ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। আসলে এই সিনেমাটা আগামী পুজোয় বাঙালি দর্শকের জন্য আমার উপহার।” শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সহ প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর শ্রীকান্ত মোহতা বলেন, ‘‘কাকাবাবু চরিত্রটি আসলে আমাদের খুব পছন্দের। আর বুম্বাদার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এতটাই ভালো যে আলাদা করে আর কী বলবো। মিশর রহস্য ও ইয়েতি অভিযানের বিপুল সাফল্যের পরে আমি নিশ্চিত ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-কেও দর্শক ভালোবাসায় ভরিয়ে দেবে।” তা হলে আগামী বছর পুজোয় কাকাবাবুর সঙ্গে জঙ্গলে পাড়ি দিতে আপনি তৈরি তো?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =