কলকাতা : জল্পনা ছিলই, এবার প্রকাশ্যে এল নতুন ব্যোমকেশের পোস্টার। সায়ন্তন ঘোষালের পরিচালনায় আবার ব্যোমকেশের চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। সহকারি অজিতের ভূমিকায় রুদ্রনীল ঘোষ থাকছেন। ছবির নাম ‘সত্যান্বেষী ব্যোমকেশ’, যেটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রহস্য উপন্যাস ‘মগ্ন মৈনাক’ অবলম্বনে তৈরি হচ্ছে। এর আগে গুপ্তধনের সন্ধানে সিনেমা দিয়ে হাতেখড়ি পরিচালক সায়ন্তন ঘোষালের। এই সিনেমা পরিচালনার পাশাপাশি ছবির চিত্রনাট্যও লিখছেন তিনি। এখন দেখার, নতুন ব্যোমকেশ কতটা দর্শকমন জয় করতে পারেন।
![](https://aajbikel.sortd.pro/wp-content/uploads/2024/03/ad-728x90-1.png)