পদ্মে ‘যশ’! প্রসেনজিৎ-মিঠুনকে নিয়ে চড়ছে জল্পনার পারদ, টলিউডে বইছে রাজনীতির চোরা স্রোত

পদ্মে ‘যশ’! প্রসেনজিৎ-মিঠুনকে নিয়ে চড়ছে জল্পনার পারদ, টলিউডে বইছে রাজনীতির চোরা স্রোত

 

কলকাতা: গত দশ বছরে টলিউডের অন্দরে অনেকটাই দাপট ছিল তৃণমূলের৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় তৃণমূলে যোগ দিয়েছিলেন টলিপাড়ার একের পর এক কলাকুশলীরা৷ কিন্তু এবার হাওয়া অন্যদিকে বইছে৷ এক ঝাঁক তারকা বিজেপিতে যোগ দিতে পারেন বলে জোড় গুঞ্জন৷ 

আরও পড়ুন-  প্রসেনজিতের বাড়িতে BJP নেতা! উপহার অমিত শাহকে নিয়ে লেখা বই, পদ্ম যোগের জল্পনা তুঙ্গে

ইতিমধ্যেই বিজেপি শিবিরে যোগ দিয়েছেন যশ দাশগুপ্ত৷ কিন্তু  প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও  মিঠুন চক্রবর্তীকে নিয়ে চলছে জোড় জল্পনা৷ আজ একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে৷ সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা গিয়েছে বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে৷ ওই ছবিতে দেখা গিয়েছে বুম্বা দা’র হাতে অমিত শাহের উপর লেখা ‘অমিত শাহ অ্যান্ড দ্য মার্চ অফ বিজেপি’ বইটি তুলে দিচ্ছেন অনির্বাণ৷ অন্যদিকে গতকাল মিঠুন চক্রবর্তীর মুম্বইয়ের বাড়িতে যান আরএসএস প্রধান মোহন ভাগবত৷ জানা গিয়েছে, এর আগে নাগপুরে মোহন ভাগবতের সঙ্গে দেখা করেছিলেন মিঠুন৷ সেই সময় ভাগবতকে নিজের বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন মিঠুন। সেই আমন্ত্রণে সাড়া দিয়েই বসন্ত পঞ্চমীর দিন তাঁর বাংলোতে যান আরএসএস প্রধান৷ কিন্তু এর পর থেকেই চড়ছে জল্পনার পারদ৷ তবে কি বিজেপি’তে যোগ দিতে চলেছেন এই দুই তারকা?  

প্রসঙ্গত, বেশ কিছু দিন ধরেই অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহানের সঙ্গে যশ দাশগুপ্তের সম্পর্ক নিয়ে কানাঘুষো চলছে৷ কান পাতলেই শোনা যাচ্ছে তাঁদের সম্পর্কের কথা৷ তবে এবার  তাঁর বিজেপিতে যোগ অস্বস্তিতে ফেলল তৃণমূলকে৷  যশ ছাড়াও টালিগঞ্জের একঝাঁক অভিনেতা অভিনেত্রী এদিন বিজেপি’তে যোগ দিলেন৷ 

আরও পড়ুন- প্রসবের দু’দিন আগেও শুটিংয়ে ব্যস্ত করিনা কাপুর

অন্যদিকে অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় টলিউড ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করেছেন৷ যশ দাশগুপ্ত বিজেপি’তে যোগ দিলেও তার কোও প্রভাব পড়বে না৷ আবার বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ দাবি করেছেন যে, তিনি আর ভোটে দাঁড়াতে চান না৷ 

২০১৯ সালে মিমি ও নুসরতকে ভোটে দাঁড় করিয়ে মাটি শক্ত করেছিল তৃণমূল৷ এবার সেই পথেই হাঁটতে চাইছে বিজেপি৷ তবে একদিকে যেমন রুদ্রনীল ঘোষ, কৌশিক রায়ের মতো অভিনেতারা বিজেপিতে যোগ দিয়েছেন৷ অন্যদিকে লাভলি মৈত্র, দীপঙ্কর দে ব্রাত্য বসুর হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন৷ ফলে ভোটের আগে রাজনীতির উষ্ণ স্রোত ঢুকে পড়েছে টলিউডের অন্দরে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =