নাটক শেখাতে গিয়ে ছাত্রীকে নগ্ন হওয়ার নির্দেশ থিয়েটার কর্মী

হায়দরাবাদ: ভারতীয় বিনোদন দুয়ানিয়ায় এখনও দগদগে মিটু বিতর্ক৷ এবার সেই বিতর্কের ধাক্কা এসে পৌঁছল থিয়েটারে৷ হায়দরাবাদ শহরের একজন প্রখ্যাত থিয়েটার কর্মী বিনয় বর্মার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বছর ২১-এর মিডিয়া স্টাডিজ গ্র্যাজুয়েট তরুণী৷ থিয়েটার কর্মীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তরুণীর৷ ঠিক কী অভিযোগ ওই তরুণীর? জাতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত ১৫ এপ্রিল ওয়ার্কশপ চলাকালীন বিনয় বর্মা

নাটক শেখাতে গিয়ে ছাত্রীকে নগ্ন হওয়ার নির্দেশ থিয়েটার কর্মী

হায়দরাবাদ: ভারতীয় বিনোদন দুয়ানিয়ায় এখনও দগদগে মিটু বিতর্ক৷ এবার সেই বিতর্কের ধাক্কা এসে পৌঁছল থিয়েটারে৷  হায়দরাবাদ শহরের একজন প্রখ্যাত থিয়েটার কর্মী বিনয় বর্মার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বছর ২১-এর মিডিয়া স্টাডিজ গ্র্যাজুয়েট তরুণী৷ থিয়েটার কর্মীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তরুণীর৷

ঠিক কী অভিযোগ ওই তরুণীর? জাতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত ১৫ এপ্রিল ওয়ার্কশপ চলাকালীন বিনয় বর্মা নামের ওই কর্মী সবাইকে শরীরের উপরিভাগের পোশাক খুলে ফেলার নির্দেশ দেন। তিনি পোশাখ খুলতে আপত্তি করায় ওই তরুণী ক্লাস থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ৷ পুলিশের নিখিত অভিযোগে তরুণী জানিয়েছেন, ‘‘গত ১৫ এপ্রিল আমি ক্লাসে যাই৷ বিনয় বর্মা সবাইকে ক্লাসের সব জানালা দরজা বন্ধ করে দিতে বলেন। এরপর তিনি সবাইকে পোশাক খুলে ফেলতে বলেন। আমি পোশাক খুলতে রাজি না হওয়ায় তিনি আমাকে ক্লাস থেকে বেরিয়ে যেতে বলেন৷’’  তরুণীর অভিযোগ প্রসঙ্গে থিয়েটার কর্মী বিনয় বর্মার দাবি, অভিনয় শিক্ষার অঙ্গ হিসেবে বিশ্বজুড়ে যে পদ্ধতিতে ক্লাস করানো হয় তিনিও সেটা করেছেন। অভিনেতাদের একে অপরের শরীর নিয়ে আত্মবিশ্বাসী করে তোলার জন্যই পোশাক খোলার নির্দেশ দেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 1 =