হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে জনপ্রিয় নাট্যব্যক্তিত্ব, চিন্তায় অনুগামীরা

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে জনপ্রিয় নাট্যব্যক্তিত্ব, চিন্তায় অনুগামীরা

0989d566d5b3b0c40584e4539837d850

কলকাতা: প্রবীণ নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। শহরের এক বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। জানা গিয়েছে, বেশ কয়েক দিন ধরে বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। তবে শুক্রবার আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। সেই কারণে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তিনি স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন- ‘দিদি নম্বর ওয়ান’ করে কত টাকা পাচ্ছ’? দেবের প্রশ্নে কী জবাব দিলেন রচনা

হাসপাতাল সূত্রে খবর, বিভাস চক্রবর্তীর অ্যাঞ্জিওগ্রাম হয়েছে এবং তাঁর একটি ধমনীতে ৯৯ শতাংশ ‘ব্লক’ রয়েছে। সঙ্গে সঙ্গে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় এবং স্টেন্ট বসানো হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো হলেও চিন্তা এখনই যাচ্ছে না। তাই তাঁকে নিয়ে উদ্বেগ ছড়িয়ে আছে বাংলার নাট্যমহলে। সকলের আশা তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার বাড়ি ফিরবেন।

পরিবারের তরফে জানা গিয়েছে, শুক্রবার দিনভর বাড়িতেই ছিলেন বিভাস চক্রবর্তী। আচমকাই দুপুরের পর থেকে অসুস্থবোধ করতে শুরু করেন। বুকে ব্যথা অনুভব করেন তিনি। ঘাম হতে শুরু করে অত্যাধিক পরিমাণে। এরপরই কোনও রকম ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। উল্লেখ্য, ১৯৬০ সালে বিভাস চক্রবর্তী যোগ দেন ‘নান্দীকার’ নাটকের দলে। এরপর ১৯৬৬ সালে সেই দল ছেড়ে তৈরি করেন ‘থিয়েটার ওয়ার্কশপ’। পরবর্তীতে ১৯৮৫ সালে বিভাস চক্রবর্তী তৈরি করেন ‘অন্য থিয়েটার’ নামে একটি নাটকের দল।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *