টানা ১২৬ ঘণ্টা নেচে বিশ্ব রেকর্ড কিশোরীর

মাত্র ১৮ বছর বয়সে টানা ১২৬ ঘণ্টা নেচে গিনিস বুকে রেকর্ড গড়লেন নেপালের কিশোরী বন্দনা। ৫ দিনেরও বেশি ধরে নাচ করেছে এই কিশোরী। ছোট্ট থেকেই নাচই ছিল বন্দনার প্যাশন। নাওয়া-খাওয়া ভুলে নাচের পিছনেই কেটে যেত তার সারাদিন। এ বার তো এক্কেবারে গিনেস বুকেই নাম তুলে ফেলছে বন্দনা। নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির

46e3929384341c61eea97968a0a2ae4b

টানা ১২৬ ঘণ্টা নেচে বিশ্ব রেকর্ড কিশোরীর

মাত্র ১৮ বছর বয়সে টানা ১২৬ ঘণ্টা নেচে গিনিস বুকে রেকর্ড গড়লেন নেপালের কিশোরী বন্দনা। ৫ দিনেরও বেশি ধরে নাচ করেছে এই কিশোরী। ছোট্ট থেকেই নাচই ছিল বন্দনার প্যাশন। নাওয়া-খাওয়া ভুলে নাচের পিছনেই কেটে যেত তার সারাদিন। এ বার তো এক্কেবারে গিনেস বুকেই নাম তুলে ফেলছে বন্দনা।

নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির বাসভবনে বন্দনাকে পুরস্কৃত করেছে দেশের সরকার। এর আগে এই ভারতীয়ই ‘Longest Dancing Marathon by an Individual’- বা ‘দীর্ঘতম নাচের ম্যারাথন’-এর রেকর্ড গড়েছিলেন। তিনি হলেন কলামণ্ডলম হেমলতা। টানা ১২৩ ঘণ্টা ১৫ মিনিট নেচেছিলেন তিনি। তবে ২০১১ সালে তৈরি হওয়া হেমলতার রেকর্ড আট বছর পর এ বার ভেঙে দিয়েছে আঠারোর নেপালি কিশোরী বন্দনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *