ওয়েব সিরিজে অবাধ যৌনতা, কড়া পদক্ষেপ কেন্দ্রের

নয়াদিল্লি: ছিল জল্পনা৷ বিতর্কও কম হয়নি৷ এবার সেই সমস্ত জল্পনায় জল ঢেলে ওয়েব সিরিজে লাগাম টানতে চলেছে কেন্দ্র সরকার৷ এই মর্মে কেন্দ্র বিল আসতে চলেছে বলে খবর৷ সোশ্যাল মিডিয়ার হাত ধরে ইতিমধ্যেই জনপ্রিয়তার শীর্ষে উঠেছে ওয়েব সিরিজ৷ বড় পর্দার মায়াজাল কাটিয়ে প্রথম শ্রেণির বহু অভিনেতা-অভিনেত্রী এখন নজর দিয়েছেন ওয়েব সিরিজের ওপর৷ একাধিক সংস্থা ওয়েব সিরিজে

নয়াদিল্লি: ছিল জল্পনা৷ বিতর্কও কম হয়নি৷ এবার সেই সমস্ত জল্পনায় জল ঢেলে ওয়েব সিরিজে লাগাম টানতে চলেছে কেন্দ্র সরকার৷ এই মর্মে কেন্দ্র বিল আসতে চলেছে বলে খবর৷

সোশ্যাল মিডিয়ার হাত ধরে ইতিমধ্যেই জনপ্রিয়তার শীর্ষে উঠেছে ওয়েব সিরিজ৷ বড় পর্দার মায়াজাল কাটিয়ে প্রথম শ্রেণির বহু অভিনেতা-অভিনেত্রী এখন নজর দিয়েছেন ওয়েব সিরিজের ওপর৷ একাধিক সংস্থা ওয়েব সিরিজে টাকা ঢালতে শুরু করেছে৷ রমরমিয়ে চলছে ব্যবসা৷ কিন্তু এতদিন ওয়েব সিরিজে কোন সেনসর্শিপ ছিল না৷ আর সেই সুবাদে অবাধ যৌনতা থেকে শুরু করে হিংসা, হানাহানি, গার্হস্থ্য হিংসা-সহ গুচ্ছ অপরাধ ও খুল্লাম খুল্লা যৌনতায় অবাধ বিচরণ ছিল ওয়েব সিরিজ সংস্থার একাংশে৷

একাধিক প্রথম শ্রেণির ওয়েব সাইটে মূলত যৌনতাকে বিক্রি করে রমরমিয়ে ব্যবসা চালিয়ে আসছে বলে অভিযোগ উঠেছিল বহুবার৷ এই নিয়ে একাধিক মামলাও দায়ের হয়েছে বিভিন্ন আদালতে৷ কিন্তু কিছুতেই ওয়েব সিরিজের ওপর লাগাম আনতে পারছিল না কেন্দ্র৷

সূত্রের খবর, ওয়েব সিরিজে রমরমা যৌনতা ও হিংসার দেখানোর প্রবণতায় লাগাম টানতে বিধিনিষেধ আনতে চলেছে কেন্দ্র৷ একইসঙ্গে ওয়েব সিরিজের সমস্ত সিনেমাকে সেন্সর বোর্ডের আওতায় আনার প্রস্তাব আনা হতে পারে বলে খবর৷ আগামী শীত অধিবেশনে এই সংক্রান্ত বিল পেশ করা হতে পারে বলে খবর৷ তবে, সোশ্যাল মিডিয়ায় সেন্সর চাপানোর পরিপ্রেক্ষিতে সিনেমার স্বাধীনতায় হস্তক্ষেপ হবে না তো? তা নিয়েও উদ্বেগে রয়েছে অনেকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + seventeen =