কণ্ঠ ছড়াবে অন্য ভাষায়

কলকাতা : সিনেমার একটা নিজস্ব ভাষা আছে। সিনেমার সেই ইমোশনকে একমাত্র ভাষা দিয়েই প্রকাশ করা সম্ভব। তাই এবার ‘কণ্ঠ’-র আবেগ বুঝেই মালায়ালি পরিচালক রাজেশ নায়ার সিনেমাটিকে প্রকাশ করতে চলেছে মালায়ালি ভাষায়। ছবি মুক্তি পাওয়ার আগেই ছবির স্বত্ব কিনে নিলেন মালায়ালি পরিচালক । তবে এই প্রথম যে টলি ইন্ডাস্ট্রির শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের সঙ্গে কাজ

a49a1c32f2b94245c240fcb1703b1f80

কণ্ঠ ছড়াবে অন্য ভাষায়

কলকাতা : সিনেমার একটা নিজস্ব ভাষা আছে। সিনেমার সেই ইমোশনকে একমাত্র ভাষা দিয়েই প্রকাশ করা সম্ভব। তাই এবার ‘কণ্ঠ’-র আবেগ বুঝেই মালায়ালি পরিচালক রাজেশ নায়ার সিনেমাটিকে প্রকাশ করতে চলেছে মালায়ালি ভাষায়। ছবি মুক্তি পাওয়ার আগেই ছবির স্বত্ব কিনে নিলেন মালায়ালি পরিচালক । তবে এই প্রথম যে টলি ইন্ডাস্ট্রির শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের সঙ্গে কাজ করছেন তা নয়। এর আগে তিনি হামি-র স্বত্বও কিনেছিলেন তিনি। যে ছবির কাজ চলছে। আর এবার ‘কণ্ঠ’র মালায়ালি রিমেকের কথা ভাবছেন পরিচালক রাজেশ নায়ার। পরপর একই পরিচালকের দু’ দুটো বাংলা ছবি নিয়ে এইপ্রথম মালায়ালম ভাষায় কাজ হচ্ছে। ট্রেলার দেখেই মুগ্ধ পরিচালক। তাই এবার আর ছবি মুক্তি অবধি অপেক্ষা করেননি। ‘কণ্ঠ’ মুক্তি পাচ্ছে ১০ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *