মুক্তি পেল “লুটকেশ” এর ট্রেলার; শাহরুখ্ ফ্যানেদের জন্য রইল চমক

মুক্তি পেল “লুটকেশ” এর ট্রেলার; শাহরুখ্ ফ্যানেদের জন্য রইল চমক

মুম্বাই: কুনাল কেম্মু ও রাসিকা দুগাল অভিনীত “লুটকেশ” ছবির ট্রেলার মুক্তি পেল বৃহস্পতি বার। যেখানে ছবির সমস্ত চরিত্রদের পরিচয় করার সাথে সাথে গল্প সম্পর্কে কিছুটা আইডিয়া পাওয়া গেল। ‘লুটকেশ’ একটি কমেডি ছবি, যেখানে প্রতিটা চরিত্র একটি টাকা ভর্তি স্যুটকেশের পিছনে ছুটে চলেছে, যা কিনা পুরোটাই অবৈধ অর্থ। ছবিতে কুনাল একজন আম আদমি’র চরিত্রে অভিনয় করেছেন যার নাম, নন্দন কুমার এবং রাসিকা’কে নন্দনের স্ত্রী লতার ভুমিকায় দেখা যাবে।

অন্যান্য চরিত্রদের মধ্যে বিজয় রাজ’কে দেখা যাবে ‘জঙ্গলি ডন’ বালা রাঠোরে’র ভুমিকায়, অন্যদিকে গাজরাজ রাও’কে দেখা যাবে ‘সাতির এমএলএ’  পাটিলে’র চরিত্রে। এই ছবিতে আরও একজন তারকা রানবীর শোরে কেও দেখা যাবে ‘হুনহার কপ’ ইন্সপেক্টর কোলটে’র ভুমিকায়। ছবি ট্রেলার অনুযায়ী লতা একজন সাধারন মধ্যবিত্ত পরিবারের স্ত্রী যে নিজের দৈনন্দিন কাজকর্মে ব্যাস্ত থাকে এবং তার স্বামী নন্দন একজন সার্ভিসম্যান, যে দিনরাত পরিশ্রম করে একটা সুখের ভবিষ্যতের জন্য। কিন্তু একদিন অপ্রত্যাশিতভাবে একটা টাকা ভর্তি স্যুটকেশ তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। নন্দন এই স্যুটকেশ নিয়ে ভাবতে শুরু করে, এবং সে গোপনীয়তা অবলম্বন করতে শুরু করে কিন্তু বুঝে উঠতে পারেনা এই টাকা সে ব্যবহার করতে পারবে কিনা। একসময় তার পিছনে পুলিশ এবং ডন উভয়ের তাড়া আস্তে শুরু করে।

ট্রেলারে শাহরুখ্ এর ফ্যানদের জন্য রয়েছে একটি চমক। ট্রেলারের একজায়গায় শাহরুখ্ খানের একটি ছোট অ্যাপিয়ারেন্স দেখা যায়। ইন্সপেক্টর কোলটে তদন্ত শুরু করলে অপরাধীর একটি স্কেচ তৈরি করতে বলেন এবং সেই স্কেচ এ শাহরুখ্ খানে’র মুখ দেখা যায়।জুন মাসে ওটিটি প্লাটফর্মে ডিজনি এবং হটস্টারে এই ছবি মুক্তি দেওয়ার জন্য বলিউডের সাতটি ছবির মধ্যে ‘লুটকেশ’কে একটি হিসাবে ঘোষনা করা হয়েছিল। অবশেষে, রাজেশ কৃষ্ণান এর পরিচালনায় এই ছবি ডিজনি প্লাস হটস্টারে ১৭ই জুলাই মুক্তি পেতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 19 =