শূন্য পা রেখে শীর্ষাসনের উষ্ণ ছবি পোস্ট ‘ঋ’র

কলকাতা: শূন্যে দুই পা রেখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ‘ঋ’৷ ঋতুপর্ণার নয়া ছবি পোস্ট হতেই লাইকের বন্যা৷ কিন্তু, হঠাৎ কেন শীর্ষাসনের ছবি পোস্ট কলেন এই সাহসী অভিনেত্রী৷ তার কারণ নিজেই জানিয়েছেন ‘ঋ’৷ বিগবসের প্রতিযোগী হওয়ার এই মুহূর্তে হাতে খুব একটা কাজ নেই অভিনেত্রীর৷ কিন্তু, তাতে কী? অভিনয়ের সঙ্গে শরীরকে পুঁজি করে এবার শরীর চর্চায় বেশি

শূন্য পা রেখে শীর্ষাসনের উষ্ণ ছবি পোস্ট ‘ঋ’র

কলকাতা: শূন্যে দুই পা রেখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ‘ঋ’৷ ঋতুপর্ণার নয়া ছবি পোস্ট হতেই লাইকের বন্যা৷ কিন্তু, হঠাৎ কেন শীর্ষাসনের ছবি পোস্ট কলেন এই সাহসী অভিনেত্রী৷ তার কারণ নিজেই জানিয়েছেন ‘ঋ’৷

বিগবসের প্রতিযোগী হওয়ার এই মুহূর্তে হাতে খুব একটা কাজ নেই অভিনেত্রীর৷ কিন্তু, তাতে কী? অভিনয়ের সঙ্গে শরীরকে পুঁজি করে এবার শরীর চর্চায় বেশি মন দিয়েছেন টলি অভিনেত্রী৷ কেননা, বেশ কিছুদিন ধরে পর্দার আড়ালে রয়েছেন তিনি৷ নিজেকে ফিট রাখতে পরিশ্রম করেই চলেন ঋতুপর্ণা৷ জানিয়েছিলেন, বিভিন্ন ধরনের চরিত্রে তিনি অভিনয় করতে চান৷ কিন্তু প্রযোজক থেকে পরিচালকরা তাঁকে একই ধরনের চরিত্রে অভিনয় করতে দেন৷ সাহসী চরিত্র ছাড়া তাঁকে অন্য ধরনের চরিত্র দেওয়া হয় না বলে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী৷

শূন্য পা রেখে শীর্ষাসনের উষ্ণ ছবি পোস্ট ‘ঋ’রতবে এখন পরিস্থিতিটা খানিক বদলেছে৷ এই মুহূর্তে বেশ কিছু ধারাবাহিকে অন্য ধরনের চরিত্রে অভিনয় করছেন তিনি৷ সম্প্রতি তিনি অভিনয় করেছিলেন ‘খনার বচন’ ধারাবাহিকে৷ এখন অভিনয় করছেন ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে৷ পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি৷ মাঝে মধ্যেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে শরীরচর্চার ছবি পোস্ট করেন৷ এদিন তিনি শীর্ষাসন করার একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =